স্বাধীনতার সূর্বণজয়ন্তীতে অগ্রণী ব্যাংকের ঋণ আদায় কর্মসূচী ও আলোচনা সভা

নিজস্ব ডেস্ক:

মুজিববর্ষ ও মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে অগ্রণী ব্যাংক লিমিটেড ১০ দিনব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে ২৬ মার্চ স্বাধীনতা দিবসে নানা রকম আয়োজনের মধ্য দিয়ে পালন করলো দিবসটি। মহান স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীতে খেলাপী ঋণ আদায় ও দিবসটির তাৎপর্য নিয়ে বিকেল ৩০০০( তিনহাজার) কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে জুম ওয়েবিনারে আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান ড. জায়েদ বখত্, বিশেষ অতিথি ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য কে এম কাশেম হুমায়ুন, কে,এম,মঞ্জুরুল হক লাভলু, ড.ফরজ আলী, তানজিনা ইসমাইল ও সভাপতিত্ব করেন ব্যাংকের এমডি এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান ড. জায়েদ বখত্ ৫০ বছরে বাংলাদেশের বিভিন্ন অর্জন তুলে ধরে বক্তব্য প্রদান করেন এবং অগ্রণী ব্যাংককে অগ্রে রাখার বিভিন্ন পরিকল্পনার কথা বলেন। বিশেষ অতিথির বক্তব্যেও বক্তাগণ বাংলাদেশের সম্ভাবনা এবং অগ্রণী ব্যাংককে এগিয়ে নেওয়ার বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। সভাপতির বক্তব্যে ব্যাংকের এমডি এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম অগ্রণীকে অগ্রে রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি সকলকে তাদের নিজ নিজ কাজ সঠিকভাবে পালন করে ব্যাংকের সকল সূচকে প্রথম হবার জন্য আহবান জানান। এছাড়াও তিনি স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে বিভিন্ন সার্কেল,অঞ্চল, শাখার ঋণ আদায় কার্যক্রম সরাসরি তত্বাবধান করেন। এ সময় উপস্থিত ছিলেন মোঃ আনিসুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ রফিকুল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক, , উপ-ব্যবস্থাপনা পরিচালক, অলি উল্লাহ
মুজিববর্ষ ও স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে ১০ দিন ব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচী, বঙ্গবন্ধুকে নিয়ে ডকুমেন্টারী ও ভিডিও ক্লিপস প্রর্দশন সহ বিভিন্ন কর্মসূচী পালন করছে ব্যাংকটি।

পূর্ববর্তী নিবন্ধওড়াকান্দি থেকে ঢাকার পথে নরেন্দ্র মোদি
পরবর্তী নিবন্ধমুকসুদপুরে সড়ক দূর্ঘটনায় পুলিশ সদস্য নিহত