স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রূপালী ব্যাংকের শ্রদ্ধা

নিজস্ব ডেস্ক:
২৬ মার্চ মহান স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস-২০২১ উপলক্ষে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে রাষ্ট্রায়ত্ব রূপালী ব্যাংক লিমিটেড। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদের নেতৃত্বে ব্যাংকের প্রধান কার্যালয়ে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় এমডি ওবায়েদ উল্লাহ আল মাসুদ বলেন, দেশের প্রতিটি জায়গায় বাংলাদেশ আর বঙ্গবন্ধু এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিপুরক। অখন্ডভাবে করো সম্পর্কে বলা সম্ভব নয়। বঙ্গবন্ধুই বাংলদেশ এবং বাংলাদেশই বঙ্গবন্ধু।
এ সময় উপব্যবস্থাপনা পরিচালক খন্দকার আতাউর রহমান ও মোহাম্মদ জাহাঙ্গীর উপস্থিত ছিলেন। এছাড়াও মহাব্যবস্থাপক ওয়াহিদা বেগম, মো. শওকত আলী খান, সালমা বানু, আবুল খায়ের, ইয়াছমিন বেগম, সকল উপ-মহাব্যবস্থাপকসহ ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও রূপালী রূপালী ব্যাংক কর্মচারী ইউনিয়ন (সিবিএ), রূপালী ব্যাংক স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ ও বঙ্গবন্ধু পরিষদ জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায়।

 

পূর্ববর্তী নিবন্ধশেখ হাসিনাকে ইমরান খানের চিঠি
পরবর্তী নিবন্ধস্বাধীনতা দিবসে জাতির পিতার প্রতিকৃতিতে জনতা ব্যাংকের শ্রদ্ধা