স্পিকারকে কাগজ ছুড়ে সাসপেন্ড ৬ সাংসদ

 পপুলার২৪নিউজ ডেস্ক:

লোকসভা থেকে ৬ কংগ্রেস সাংসদকে সাসপেন্ড করলেন স্পিকার সুমিত্রা মহাজন। সোমবার লোকসভায় জিরো আওয়ার চলাকালীন ওয়েলে নেমে তুমুল বিক্ষোভ দেখাতে দেখাচ্ছিলেন সাংসদরা। স্পিকার বার বার তাঁদের আসনে ফিরে যেতে বললেও তাঁরা ফেরেননি। কাগজ ছিঁড়ে স্পিকারের আসনের দিকে ছুড়ে দেন সাংসদরা। এই আচরণ স্পিকারের আসনের জন্য অবমাননাকর বলে জানিয়ে ৬ সাংসদকে সুমিত্রা মহাজন ৫ দিনের জন্য সাসপেন্ড করে দিয়েছেন।

যে ছয় জনকে সাসপেন্ড করা হয়েছে, তাঁরা হলেন অধীররঞ্জন চৌধুরী, গৌরব গগৈ, সুস্মিতা দেব, রঞ্জিত রঞ্জন, কে সুরেশ, এম কে রাঘবন। লোকসভায় এ দিন শুরু থেকেই হইচই করছিল কংগ্রেস। দেশের বিভিন্ন প্রান্তে মানুষকে গণপ্রহারে খুন করা হচ্ছে কিন্তু সরকার চুপ করে বসে আছে— এই অভিযোগ তুলে বিষয়টি নিয়ে অবিলম্বে আলোচনা দাবি করেন কংগ্রেসের সংসদীয় দলনেতা মল্লিকার্জুন খাড়্গে। জিরো আওয়ারে গোলমাল আরও বাড়ে। সাংসদরা ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন। তার পরই কঠোর সিদ্ধান্ত নেন স্পিকার।

পূর্ববর্তী নিবন্ধভোটার তালিকা হালনাগাদ শুরু
পরবর্তী নিবন্ধচাকরি পেতে যে প্রশ্নের উত্তর দিতেই হবে