স্থানীয় সরকার বিভাগের নতুন সচিব নিজাম উদ্দিন 

নিজস্ব প্রতিবেদক

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নিজাম উদ্দিনকে স্থানীয় সরকার বিভাগের নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার (৩০ ডিসেম্বর) সচিব পদে পদোন্নতির পর তাকে এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে গত ৬ অক্টোবর স্থানীয় সরকার বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবিপিএলের টিকিট না পেয়ে স্টেডিয়ামের গেট ভাঙচুর বিক্ষুব্ধ দর্শকদের
পরবর্তী নিবন্ধনিষিদ্ধ না হলে আ. লীগের নির্বাচনে অংশ নিতে বাধা নেই : সিইসি