স্ত্রী-সন্তান নিয়ে বঙ্গবন্ধু সাফারি পার্কে ঘুরলেন জয়

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

স্ত্রী ও সন্তানকে নিয়ে গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্ক ঘুরে গেলেন প্রধানমন্ত্রীপুত্র ও তার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

এ সময় তার স্ত্রী ক্রিস্টিনসহ পরিবারের মোট ৮ সদস্য তার সঙ্গে ছিলেন।

এই প্রথম বঙ্গবন্ধু পরিবারের কোনো সদস্য বঙ্গবন্ধু সাফারি পার্ক পরিদর্শন করলেন।

জয় সাধারণ দর্শনার্থীর মতোই টিকিট কেটে সাফারি পার্কের বিভিন্ন পয়েন্ট পরিদর্শন করেন।

বুধবার দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত এক ঘণ্টা তিনি পার্কে অবস্থান করেন বলে জানান পার্কের তত্ত্বাবধায়ক ও সহকারী বন সংরক্ষক শাহাবুদ্দিন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কের প্রকল্প পরিচালক আলী আজমসহ পার্কের ঊর্ধ্বতন কর্মকর্তারা সজীব ওয়াজেদ জয়সহ তার পরিবারের সদস্যদের সাধারণ দর্শনার্থীদের গাড়িতে করেই বিভিন্ন ইভেন্ট ঘুরিয়ে দেখান।

বঙ্গবন্ধু সাফারি পার্কের তত্ত্বাবধায়ক ও সহকারী বন সংরক্ষক শাহাবুদ্দিন জানান, সজীব ওয়াজেদ জয়, স্ত্রী ক্রিস্টিন ও তাদের সন্তানসহ পরিবারের মোট আট সদস্য সাফারি পার্ক পরিদর্শন করেন।

দুপুর ১টার দিকে ঢাকা-ময়মনসিংহ সড়কপথে তিনি সাফারি পার্কের মূল ফটক দিয়ে ভেতরে প্রবেশ করেন।

এ সময় তারা কোর সাফারি পার্ক, ময়ূর বেষ্টনী, বিদেশি পাখিশালা ও অন্যান্য দর্শনীয় স্থান পরিদর্শন করেন।

পরে দুপুর আড়াইটার দিকে শ্রীপুর পৌর এলাকার ভাংনাহাটি গ্রীন ভিউ রিসোর্টে দুপুরের খাবার খেয়ে তারা অবস্থান করেন।

বিকাল ৪টায় ঢাকার উদ্দেশ্যে রওনা দেন জয়।

পূর্ববর্তী নিবন্ধদেশে কেউ গৃহহীন থাকবে না : পলক
পরবর্তী নিবন্ধ‘ঈদুল আজহায় রাস্তায় পশু কোরবানি করা যাবে না’