স্ত্রীর মামলায় কারাগারে পুলিশ কর্মকর্তা

জেলা প্রতিনিধি:

নারী ও শিশু নির্যাতন দমন আইনে স্ত্রীর করা মামলায় কারাগারে পুলিশ কর্মকর্তা এসআই ইফতেখায়ের গাউসুল আজম। ১০ লাখ টাকা যৌতুক দাবি, নির্যাতন করে হত্যা চেষ্টা ও গর্ভপাত ঘটানোর অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেন স্ত্রী।

মামলায় পুলিশ কর্মকর্তা এসআই ইফতেখায়ের গাউসুল আজম বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে আদালতে জামিন চেয়ে আবেদন করেন। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, বগুড়ার শেরপুর পৌর এলাকার টাউন কলোনির বাসিন্দা গৃহবধূ তমানিয়া আফরিন স্বামী এসআই ইফতেখায়ের গাউসুল আজমকে আসামি করে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতে গত ২২ সেপ্টেম্বর এ মামলা করেন।

মামলায় বাদিনী উল্লেখ করেন, বগুড়া সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের ইংরেজি বিভাগের মাস্টার্স শ্রেণিতে লেখাপড়া করেন। ফেসবুকে মাধ্যমে আসামির পরিচয় এবং পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০২০ সালের ১১ ফেব্রুয়ারি রেজিস্ট্রি কাবিননামা মূলে বিয়ে করেন। পরে দুই মাসের অন্তঃসত্ত্বা হলে জানতে পারেন যে, তার স্বামীর আগের স্ত্রী ও সন্তান আছে এবং আসামি সে বিষয় গোপন রেখে বিয়ে করেছে।

এদিকে আসামি এসআই গাউসুল আজম গত ১৭ আগস্ট দুপুরে বাদিনীর বাবার বাড়ি শেরপুর টাউন কলোনির বাসায় গিয়ে যৌতুক হিসেবে ১০ লাখ টাকা দাবি করেন। না পেয়ে স্ত্রীকে কিল-ঘুষিসহ শ্বাসরোধে হত্যার চেষ্টা করেন। এ ছাড়া তার তলপেটে লাথি মেরে গুরুতর আহত করায় গর্ভপাত হয়। পরে এসআই ইফতেখায়ের গাউসুল আজমকে আসামি করে ২২ সেপ্টেম্বর মামলা দায়ের করেন তিনি।

বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর স্পেশাল পিপি অ্যাডভোকেট আশেকুর রহমান সুজন জানান, স্ত্রীর মামলায় পুলিশ কর্মকর্তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

পূর্ববর্তী নিবন্ধতামিম-লিটন-তাইজুলের উন্নতি, মুশফিক-মুমিনুলের অবনতি
পরবর্তী নিবন্ধমুক্তিযোদ্ধাদের সম্মান করলে জাতি সম্মানিত হবে: ফারুক খান