স্ত্রীর আত্মহত্যার একদিন পর স্বামীরও আত্মহত্যা

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:

35রাজশাহীর চারঘাটে স্ত্রী আত্মহত্যার একদিন পর ট্রেনের নিচে ঝাপ দিয়ে মিঠুন আলী (২৫) এক যুবক আত্মহত্যা করেছেন।

রোববার সকালে শলুয়া ইউনিয়নের শলুয়া গ্রামে রেললাইনের পাশ থেকে নিহত যুবক মিঠুনের দ্বি-খণ্ডিত লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত মিঠুন আলী উপজেলার শাহাপুর গ্রামের আবদুল মজিদের ছেলে।

ইউসুফপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম রবিন জানান, শনিবার রাতে নিহত মিঠুন আলীর স্ত্রী সুমি বেগম রহস্যজনকভাবে মারা যান। এ সময় মিঠুন আলীর পরিবারের পক্ষ থেকে সুমি আত্মহত্যা করেছে বলে দাবি করা হলেও সুমির পরিবার এটিকে হত্যা বলে দাবি করে মতিহার থানায় একটি মামলা করেন।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে শনিবার মিঠুনের বাবা আবদুল মজিদকে আটক করা হয়।

এদিকে ঘটনার পর থেকে মিঠুনসহ পরিবারের অন্য সদস্যরা পলাতক ছিলেন।

রোববার উপজেলার শলুয়া ইউনিয়নের শলুয়া গ্রামে রেল লাইনের পাশে মিঠুনের দ্বি-খণ্ডিত লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে সংবাদ পেয়ে তার আত্মীয়-স্বজনরা ঘটনাস্থল থেকে লাশ সনাক্ত করে বাড়িতে নিয়ে যায়।

নাম প্রকাশ না করার শর্তে মিঠুনের এক স্বজন জানান, মিঠুনের স্ত্রী সুমি বেগম শনিবার রাতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেও সুমির পরিবার এটিকে হত্যা বলে দাবি করেন। পরে সুমির পরিবারের পক্ষ থেকে মতিহার থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এতে মিঠুনের বাবাকে আটক করে থানা পুলিশ।

এ ঘটনা সহ্য করতে না পেরে ট্রেনের নিচে ঝাপ দিয়ে মিঠুন আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করছেন তিনি।

চারঘাট মডেল থানার ওসি নিবারণ চন্দ্র বর্মন জানান, ঘটনাটি রেললাইনের ওপর হওয়ায় এটি রেলওয়ে পুলিশ তদন্ত করবে।

পূর্ববর্তী নিবন্ধদেড় মাসের জন্য মাঠের বাইরে মাশরাফি
পরবর্তী নিবন্ধদক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ দল ঘোষণা