স্ত্রীকে খুশি করতেই রাজপ্রাসাদ কিনেছেন শাহরুখ

বিনোদন ডেস্ক:

সেই ১৯৯৭ সালের ‘ইয়েস বস’ সিনেমার ‘চাঁদ তারা’ গানে শাহরুখ খান যে বাড়ির সামনে গানের শুটিং করেছিলেন সেটাই পরে তার নিজের বাড়ি হয়ে ওঠেছে। বাড়ির নাম সবারই জানা, ‘মান্নাত’। এটি মূলত এক রাজপ্রাসাদ। কেনার পর মনের মতো করে সেটি সাজিয়েছেন শাহরুখ ও তার স্ত্রী গৌরি খান।

স্ত্রীর খুশির জন্যই এই বাড়িটি কিনেছেন বলিউডের বাদশাহ। তিনি দীর্ঘদিন স্বপ্ন দেখেছেন বাড়িটি কিনবেন বলে। সেই স্বপ্ন তিনি সত্যিও করেছেন।

এই গল্প জানালেন ‘ইয়েস বস’ সিনেমার পরিচালক আজিজ মির্জা। তিনি এক সাক্ষাৎকারে জানান, তখন শাহরুখ ও গৌরি খান খুবই তরুণ ছিলেন। আজকের মান্নাতের কাছে দেবদূত বিল্ডিংয়ে থাকতেন।

আজিজ বলেন, ‘তখন আমরা যখন মান্নাতের সামনে দিয়ে যেতাম শাহরুখ বলত, একদিন ও গৌরিকে এই বাড়িটা কিনে দেবে। সৌভাগ্যবশত, সে সেটা বাস্তবে রূপান্তর করতে পেরেছে। আজও ভাবলে ভালো লাগে।’

পরবর্তীতে ২০০১ সালে ক্যাফে সিসাইডে একটি গানের শুটিং চলাকালীন, শাহরুখ আজিজ মির্জাকে দেখিয়ে বলেছিলেন, ‘আজিজ, আমি এই বাড়িটা কিনে ফেলেছি।’ আজিজ তাকে তখন শুভেচ্ছা জানিয়েছিলেন। যদিও পরে শাহরুখকে পৌরসভার কিছু সমস্যা মোকাবিলা করতে হয়েছিল। তবে শেষ পর্যন্ত সব ঠিকঠাক হয়ে যায়।

আজিজ মির্জা বলেন, ‘আমি চাই সে ও তার পরিবার এই বাড়িতে সবসময় সুখে থাকুক।’

শাহরুখ খান ২০০১ সালে মান্নাত কিনে নেন। তার আগে এটি ছিল নারিমন দুবাশের মালিকানাধীন। সম্প্রতি, বড় ধরনের সংস্কার কাজের জন্য খান পরিবার অস্থায়ীভাবে মান্নাত ছেড়ে পালি হিলের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে উঠেছে। তারা প্রায় দুই বছর সেখানেই থাকবেন। তার মধ্যে চলবে মান্নাতের সংস্কারকাজ।

পূর্ববর্তী নিবন্ধপুতুলের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ
পরবর্তী নিবন্ধপাত্র খোঁজা’ শিরোনাম নিয়ে মিলার প্রতিক্রিয়া