স্টেডিয়ামের অতিরিক্ত ঠান্ডায় অসুস্থ হচ্ছেন ব্রাজিলের খেলোয়াড়রা

স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপে দারুণ ছন্দে রয়েছে ব্রাজিল। টানা দুই ম্যাচ জয়ের ফলে আসরের দ্বিতীয় দল হিসেবে চলে গিয়েছে শেষ ষোলোতে। যদিও দলের তারকা ফুটবলার নেইমারকে ছাড়াই খেলতে হচ্ছে সেলেসাওদের। এর মধ্যে যুক্ত হয়েছে নতুন করে আরেক দুঃসংবাদ। কাতার স্টেডিয়ামের শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার কারণেই কয়েকজন অসুস্থ হয়ে পড়ছেন বলে জানিয়েছেন দলটির খেলোয়াড় আন্তনি।

এর আগে ব্রাজিল দলে চলছিল ছোটখাটো ইনজুরি সমস্যা। এরপর খবর আসে কয়েকজন খেলোয়াড় অসুস্থ হয়ে পড়ছেন। পরবর্তীতে আন্তনির সাথে আরও কয়েকজনের অসুস্থ হওয়ার খবর জানা গেছে। তবে আন্তনি সোজাসাপটা উত্তরে জানিয়েছেন কাতার স্টেডিয়ামের শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার কারণেই তারা অসুস্থ হয়ে পড়ছেন।

ইএসপিএন ব্রাজিলকে দেওয়া সাক্ষাৎকারে আন্তনি যেমনটা বলেন, ‘এটা একটু কঠিন ছিল (অসুস্থতা)।

আমি কয়েকদিন ধরে অস্বস্তি অনুভব করেছি, যা আমার কাছে একটু জটিল লেগেছে। আমি এখন শতভাগ সেরে উঠেছি। মূলত স্টেডিয়ামের শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) ব্যবস্থার কারণে গলায় সমস্যা হচ্ছিল।’

আন্তনি যোগ করেন, ‘শুধু আমি না, অন্য খেলোয়াড়দেরও কাশি ও বাজে ধরনের গলার সমস্যা হচ্ছিল। আমি খুশি যে আমি সেরে উঠেছি, দলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে যখনই দরকার হবে, আমি আছি।’

 

পূর্ববর্তী নিবন্ধজিতলে নকআউট হারলে বিদায়, ড্র করলে সমীকরণে আর্জেন্টিনা
পরবর্তী নিবন্ধবাবার জোরেই স্লিপে ফিল্ডিং করতেন রমিজ রাজা