স্কুলছাত্রীকে যৌন হয়রানি, সেই প্রধান শিক্ষক বহিষ্কার  

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

অষ্টম শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির দায়ে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের বিশ্বাস বাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমানকে (৪০) সাময়িক বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।

রোববার বিকেলে ফরিদপুরের জেলা প্রশাসক স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে। প্রধান শিক্ষকের বহিষ্কারের পত্রটি চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, মাধ্যমিক শিক্ষা অফিস, চরভদ্রাসন থানা ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতিসহ সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে।

গত ১৩ জুলাই শুক্রবার ‘প্রধান শিক্ষকের যৌন হয়রানির কারণে স্কুল যাচ্ছে না ছাত্রী’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি নিয়ে তোলপাড় হয় প্রশাসনে। এরপর রোববার জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রধান শিক্ষককে বহিষ্কার ও মামলা দায়েরের পত্র পাঠানো হয়।

জানা যায়, ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর ইউনিয়নের বিশ্বাস বাড়ি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ওই ছাত্রীর (১৪) বাড়ি লোহারটেক গ্রামে। বেশ কিছুদিন ধরে ওই স্কুলের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান তাকে যৌন হয়রানি করে আসছিল। গত ৪ জুলাই প্রধান শিক্ষক ওই ছাত্রীর শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয়। এ ঘটনা সহপাঠীরা জেনে ফেলায় লজ্জায় অপমানে নির্যাতিত ছাত্রী বাড়িতে গিয়ে সমস্ত বই ছিঁড়ে ফেলে।

এরপর থেকে সে আর স্কুলে যায়নি। বিষয়টি লোকলজ্জার ভয়ে প্রথমে গোপন রাখে পরিবার। গত বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে প্রধান শিক্ষক মো. লুৎফর রহমানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেয় ওই স্কুলছাত্রী।

বৃহস্পতিবার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সামছুল আলম তার কার্যালয়ে উভয়পক্ষকে ডেকে শুনানি কার্যক্রম সম্পন্ন করেন।

চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার বলেন, প্রধান শিক্ষক মো. লুৎফর রহমানকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। জেলা প্রশাসক স্বাক্ষরিত এক পত্রে এ বহিষ্কারাদেশ দেয়া হয়। পত্রে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধশতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ ২৭ জুলাই
পরবর্তী নিবন্ধবিশ্বকাপের সেরা উদীয়মান এমবাপে