স্কাইপে আসছে করটানা

পপুলার২৪নিউজ ডেস্ক:
মাইক্রোসফটের এক অফিশিয়াল ব্লগপোস্টে বলা হয়েছে, ১০ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের আইওএস ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এ সুবিধা পাবেন। পরে অন্যান্য দেশে এ সুবিধা আসতে পারে।

স্কাইপে করটানা যুক্ত করার ফলে চ্যাটের সময় বিভিন্ন দরকারি তথ্য পেতে সাহায্য পাবেন ব্যবহারকারী। রিমাইন্ডার সেটিংস, স্মার্ট রিপ্লাইয়ের মতো সুবিধা এতে পাওয়া যাবে।

আলাপচারিতার সময় সহকারী সফটওয়্যার হিসেবে সাহায্য করার পাশাপাশি করটানাকে পৃথক কন্টাক্ট হিসেবেও পাওয়া যাবে। অন্যান্য করটানা সুবিধাযুক্ত ডিভাইসের মতোই স্কাইপের করটানাকে প্রশ্ন করে উত্তর পাওয়া যাবে।

গত জুন মাসে স্কাইপে বড় ধরনের পরিবর্তন এনেছে মাইক্রোসফট। গুগল ডুয়ো, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও স্ন্যাপচ্যাটের সঙ্গে প্রতিযোগিতা করতে উন্নত ইউজার ইন্টারফেস ও ফিচার এনেছে প্রতিষ্ঠানটি। মাইক্রোসফট কর্তৃপক্ষ দাবি করেছে, স্কাইপকে আবার নতুন করে তৈরি করা হয়েছে। এখন গ্রুপ চ্যাটসহ বিভিন্ন সেবা সহজ হয়েছে। তথ্যসূত্র: গ্যাজেটস নাউ।

 

পূর্ববর্তী নিবন্ধআমির আর প্রিয়াঙ্কার অভিনয় ঘিরে নানা জল্পনা
পরবর্তী নিবন্ধ৩২ বছর পর ঢাকায় হকি উৎসব