পপুলার২৪নিউজ ডেস্ক:
ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান সিএবি প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলিকে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা।
সৌরভের মা নিরূপা গঙ্গোপাধ্যায়ের নামে মেদিনীপুর থেকে কুরিয়ারে চিঠি পাঠিয়ে এ হুমকি দেয়া হয়। খবর এনডিটিভির
জেড আলম নামের এক ব্যক্তির ওই চিঠিতে বলা হয়, ‘আপনার ছেলে যেন মেদিনীপুরের অনুষ্ঠানে না আসে। কোনোভাবে সে (সৌরভ) যদি এখানে আসে, আপনি আর তাকে ফিরে পাবেন না।’
চিঠির সঙ্গে তিনটে ছবিও পাঠানো হয়। এর একটিতে পরিবারের সঙ্গে সৌরভ, বাকি দুটিতে ক্ষতবিক্ষত মৃতদেহের ছবি।
আগামী ১৯ জানুয়ারি সৌরভের মেদিনীপুর যাওয়ার কথা। সেখানে বিদ্যাসাগর ইউনিভার্সিতে আন্তঃবিশ্ববিদ্যালয় টুর্নামেন্ট চলছে। প্রধান অতিথি হিসেবে যাওয়ার কথা সিএবি প্রেসিডেন্টের।
হঠাৎ করে কেন এমন চিঠি, জানা যায়নি। কিন্তু মনে করা হচ্ছে, কোনো রাজনৈতিক কারণ থাকতে পারে।
কারণ যিনি সিএবি প্রেসিডেন্টকে মেদিনীপুর নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, সেই জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি আশিস চক্রবর্তী, যিনি গড়বেতার তৃণমূলের এমপি।
সৌরভকে চিঠি নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘৭ জানুয়ারি এ রকম চিঠি পেয়েছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পাঠিয়েছি। পুলিশকেও অবহিত করেছি।’
তবে মেদিনীপুর সফরে যাবেন কি না তা এখনও ঠিক করেননি বলে জানান সৌরভ।