পপুলার২৪নিউজ ডেস্ক :
সৌম্য সরকারের খারাপ সময় হয়তো আসলেই শেষ হয়ে গিয়েছে। এই সম্ভাবনাময় তরুণের ব্যাটে এখন নিয়মিত রান। প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে মাত্র ৫ রান করে আউট হলেও আজ নিউজিল্যান্ডের বিপক্ষে হাফ সেঞ্চুরি তুলে নিয়ে এখন ছুটছেন। তবে সৌম্যর ওপেনিং পার্টনার দেশসেরা ওপেনার তামিম ইকবাল দারুণ ধৈর্য্যের পরীক্ষা দিয়েও আউট হয়ে গেছেন। ৭২ রানের দারুণ পার্টনারশিপের ইতি হয়েছে। এরপর প্রথম ম্যাচের মত উইকেটে এসেই প্যাভিলিয়নের পথ ধরেছেন সাব্বির রহমান।
টসে হেরে ব্যাটিংয়ে নেমেই প্রতিপক্ষের ওপর চড়াও হন সৌম্য। অপর প্রান্তে ধীরস্থির ছিলেন তামিম। তবে ৪২ বলে ৩ বাউন্ডারিতে ২৩ রান করে নিশামের বলে মুনরোর হাতে ধরা পড়েন তামিম। এরপরই ৫৩ বলে ৪ বাউন্ডারিতে হাফ সেঞ্চুরি পূরণ করেন সৌম্য। এটি তার ২৫ ম্যাচের ক্যারিয়ারে ৫ম হাফ সেঞ্চুরি। প্রথম ম্যাচে ০ রানে আউট হয়েছিলেন ড্যাশিং ব্যাটসম্যান সাব্বির রহমান। অবশ্য আজ তার নামের পাশে ১ রান যুক্ত হয়েছে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের রান ১৬.১ ওভারে ২ উইকেটে ৭৯।
স্লো ওভার রেটের কারণে এক ম্যাচ নিষেধাজ্ঞা কাটিয়ে আজকের ম্যাচে অধিনায়কত্ব করছেন মাশরাফি বিন মুর্তজা। টসে হেরে ব্যাটিংয়ে নেমে এই রিপোর্ট লেখা পর্যন্ত ১১.২ ওভারে বিনা উইকেটে ৫৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। আজকের ম্যাচে একাদশে একটি পরিবর্তন আছে। তিন পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে জায়গা করেদ দিতে দলের বাইরে থাকতে হয়েছে পেসার তাসকিন আহমেদকে।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।