শুক্রবার রিয়াদে এক অনুষ্ঠানে সিআইএ’র নতুন পরিচালক মাইক পমপেও সৌদি যুবরাজকে এ মেডেল দেন। খবর বাসস’র।
জানুয়ারির শেষ দিকে সিআইএ’র প্রধান হওয়ার পর প্রথম বিদেশ সফর হিসেবে পমপেও সৌদি আরব গেছেন।
সরকারি সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি-এসপিএ জানায়, সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ড এবং বৈশ্বিক নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠায় তার ব্যাপক অবদানের স্বীকৃতি হিসেবে সৌদি সিংহাসনের উত্তরাধিকারীকে ‘জর্জ টেনেট’ মেডেল প্রদান করা হয়।
প্রিন্স মোহামেদ বিন নায়েফ ২০১২ সাল থেকে সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে রয়েছেন। আল কায়েদা বিরোধী অভিযান এবং সহিংস চরমপন্থা মোকাবেলায় ভূমিকার জন্য পশ্চিমে তিনি সম্মানের পাত্র।
উল্লেখ্য, ২০০৩ থেকে ২০০৭ সালের মধ্যে দেশটিতে আল কায়েদার হামলায় নিরাপত্তা কর্মকর্তা ও বিদেশীরা নিহত হন। ২০০৯ সালে আল কায়দার হত্যাচেষ্টার হাত থেকে বেঁচে যান তিনি। তবে তিনি সামান্য আহত হয়েছিলেন।