সৌদি জোটের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছে কাতার

পপুলার২৪নিউজ ডেস্ক:
সৌদি জোটের দেয়া নিষেধাজ্ঞার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছে কাতার। এজন্য কাতারের পক্ষ থেকে সুইজারল্যান্ডের বিশ্বখ্যাত ‘ল্যালিভ’ ল’ফার্মকে নিযুক্ত করা হয়েছে।

কাতারের জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষ থেকে ল্যালিভকে নিয়োগ করা হয়েছে। শনিবার মানবাধিকার কমিশন ও ল্যালিভের মধ্যে এ বিষয়ে চুক্তি স্বাক্ষর হয়।

সৌদি জোটের নিষেধাজ্ঞার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে এমন প্রায় আড়াই হাজার দেশি-বিদেশি ব্যক্তি,পরিবার ও প্রতিষ্ঠানের ক্ষতির পরিমান নিরুপণ করছে ল্যালিভ।

ক্ষয়ক্ষতি নিরুপণের পর এ বিষয়ে দেশীয় ও আন্তর্জাতিক আদালতে মামলা পরিচালনা করবে বলে জানিয়েছে ল্যালিভ।

ল্যালিভের আইনজীবী ভিজো হিসকেনান বলেন, ‘সৌদি জোটের নিষেধাজ্ঞা আন্তর্জাতিক আইন অনুযায়ী বৈধ নয়। আর কোন রাজনৈতিক অভিযোগের কারণে নাগরিক বা বেসরকারি প্রতিষ্ঠানের উপর অবরোধ করা যায় না।’

পূর্ববর্তী নিবন্ধমুসলিম নিধন প্রতিরোধে ব্যর্থতা ক্ষমার অযোগ্য: মাহমুদুর রহমান
পরবর্তী নিবন্ধব্যাংক-বিমা গিলে মসজিদ-মন্দিরের টাকাও খাচ্ছে আ.লীগ:রিজভী