সৌদি ক্লাবের প্রস্তাব ফিরিয়ে দিলেন এমবাপে!

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসিকে কিনতে না পেরে এবার পিএসজির আরেক তারকা ফুটবলার, ফ্রান্স তারকা কিলিয়ান এমবাপেকে কেনার জন্য ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় প্রস্তাব নিয়ে হাজির হয়েছে আল হিলাল। ১.১ বিলিয়ন ডলারের বিমিনয়ে তারা পেতে যায় এমবাপেকে। এ নিয়ে পিএসজির কাছে আনুষ্ঠানিক প্রস্তাবও দিয়েছে তারা।

আল হিলালের ১.১ বিলিয়ন ডলারের প্রস্তাবের মধ্যে পিএসজি ট্রান্সফার ফি হিসেবে পাবে ৩৩২ মিলিয়ন ডলার এবং বাকি ৭৭৬ মিলিয়ন ডলার এমবাপে পাবে এক বছরের পারিশ্রমিক হিসেবে।

আবার চুক্তিটা এমনভাবে করা যাবে যাতে, আগামী মৌসুমে এমবাপে ফ্রি হয়ে যেতে পারেন রিয়াল মাদ্রিদে যাওয়ার জন্য।

ফরাসি ক্লাব পিএসজিতে আর থাকবেন না বলেই জানিয়ে দিয়েছেন এমবাপে। যে কারণে তারে প্রাক মৌসুম প্রস্তুতি ক্যাম্পেই রাখেনি পিএসজি। তবে প্যারিসের এই ক্লাবটি ছেড়ে কোথায় যাবেন এই ফুটবল তারকা, সেটা ছিল অনিশ্চিত। যদিও তাকে নিতে দীর্ঘদিন ধরেই প্রস্তুত ছিলো রিয়াল মাদ্রিদ।

কিন্তু এরই মধ্যে সৌদি ক্লাব আল হিলালের পক্ষ থেকে বিশাল অংকের এই প্রস্তাব আসলো পিএসজির কাছে। যেহেতু এমবাপে থাকবেনই না, তাকে বিক্রি করতে হবে। সে কারণে, পিএসজিও এতবড় ট্রান্সফার ফি মিস করতে রাজি নয়। তারা প্রস্তাবটি গ্রহণ করে নিয়ে আল হিলালকে অনুমতি দিয়েছে এমবাপের সঙ্গে বসে চুক্তি ফাইনাল করার জন্য।

এখন এমবাপের সঙ্গে আল হিলাল চুক্তি করার জন্য আলোচনায় বসতে পারেননি। তবে, প্রকাশিত সংবাদ দেখে আল হিলালের প্রস্তাব গ্রহণ করবেন না বলে তিনি জানিয়ে দিয়েছেন।

গোল ডটকমের লাইভ ট্রান্সফার সম্পর্কিত একটি সংবাদের শিরোনামে লেখা হয়েছে, ‘কিলিয়ান এমবাপে টু রিজেক্ট ওয়ার্ল্ড রেকর্ড অ্যাপ্রোচ ফ্রম আল হিলাল।’

এরই মধ্যে জিয়ান্নিস অ্যান্টেটোকৌম্পো নামে এক বিখ্যাত বাস্কেটবল তারকার টুইট ঘিরে হাসির রোল পড়ে গেছে ক্রীড়া দুনিয়ায়। তিনি এমনিতেই ফুটবল ভক্ত হিসেবে বেশ পরিচিত। সে সঙ্গে এমবাপের ভক্তও তিনি। চেহারাও দেখতে অনেকটা এমবাপের মত।

তো জিয়ান্নিস নিজের একটি সেলফি তুলে টুইটারে দিয়ে লিখেছে, ‘আল হিলাল ইউ ক্যান টেইক মি। আই লুক লাইক কিলিয়ান এমবাপে (আল হিলাল তোমরা আমাকে নিতে পারো। আমি দেখতে এমবাপের মতো)।’

জিয়ান্নিসের এই টুইট করার মাত্র ৩২ মিনিট পরই সেখানে প্রতিক্রিয়া দেখান এমবাপে নিজে। জিয়ান্নিসের টুইট শেয়ার করে তিনি সেখানে কিছুই লিখেননি। শুধু অনেকগুলো হাসির ইমোজি যুক্ত করে দিয়েছেন।

রিলোভো নামে ফ্রান্সের একটি মিডিয়া দাবি করেছে, আল হিলালের কাছ থেকে যক বড় প্রস্তাবই আসুক না কেন, কিলিয়ান এমবাপে কোনোভাবেই সৌদি আরবে গিয়ে খেলতে রাজি নন।

পূর্ববর্তী নিবন্ধ‘প্রথমে জামাই বদল, তারপর দল বদল’
পরবর্তী নিবন্ধরাজনৈতিক দলগুলোর সংলাপ নিয়ে ভাবছি না : ইসি আনিছুর