পপুলার২৪নিউজ ডেস্ক:
সৌদি আরবে অবৈধভাবে বসবাসরত অভিবাসীদের কোন রকম জেল জরিমানা ছাড়া নিজ নিজ দেশে ফিরে যাওয়ার জন্য বাদশার দেয়া সাধারণ ক্ষমার মেয়াদ ৩০ দিন বৃদ্ধি করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আব্দুল আজিজ বিন সউদ বিন নায়েফ গণমাধ্যমকে বলেন, বাদশাহের অনুমোদনে সকল দেশের নাগরিকদের জন্য সাধারণ ক্ষমার মেয়াদ ১ শাওয়াল ১৪৩৮ হিজরি থেকে ৩০ দিনের জন্য বৃদ্ধি করা হয়েছে।
যারা ইতিপূর্বে এক্সিট ভিসা গ্রহণ করেছেন এবং যারা এখনো গ্রহণ করেননি তাদের দ্রুত এই সুযোগ গ্রহণ করার জন্য আহ্বান জানানো হয়েছে।