পপুলার২৪নিউজ ডেস্ক :
সৌদি আরবে বন্দুকধারীদের গুলিতে এক বাংলাদেশিসহ দুজন নিহত হয়েছেন।
নিহত বাংলাদেশির পরিচয় এখনও জানা যায়নি।
রোববার সৌদির রাজধানী রিয়াদের উত্তরে কাশিম প্রদেশের বুরাইদাহ নগরে একটি নিরাপত্তা চেকপয়েন্টে বন্দুকধারীরা হামলা চালালে এ দুর্ঘটনা ঘটে।
সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার-এসপিএ এক বিবৃতিতে বলা হয়েছে, বুরাইদাহর তারাফিয়া সড়কের চেকপয়েন্টটিতে বন্দুকধারী তিন সন্ত্রাসী গুলি চালিয়ে হামলা করে।
পরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা পাল্টা গুলি চালালে দুই সন্ত্রাসী নিহত ও একজন আহত হয়।
অতি রক্ষণশীল ওয়াহাবি সুন্নি মুসলমানদের আবাসস্থল কাশিম প্রদেশ সৌদি আরবের অন্যতম প্রাণকেন্দ্র।
কাশিম অঞ্চলের অনেক যুবক ইয়েমেনের আল কায়েদা ও ইরাকের বিদ্রোহী দলগুলোর সঙ্গে যুক্ত।
এক দশক আগে আল-কায়েদার একটি বিদ্রোহ দমন করার পর থেকে কয়েক বছর ধরে দেশটির নিরাপত্তা বাহিনীর ওপর বারবার এ রকম হামলার ঘটনা ঘটছে।