পপুলার২৪নিউজ ডেস্ক:
সৌদি আরব সফর শেষে এবার চার দিনের সফরে চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আগামী ২ নভেম্বর ইমরান খানের চীন সফরের বিষয়ে জানিয়েছে রেডিও পাকিস্তানে।
বৃহস্পতিবার রেডিও পাকিস্তানের প্রতিবেদনে বলা হয়েছে, চার দিনের সফরে চীনের প্রেসিডেন্ট শি চিন পিং ও প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের সঙ্গে বৈঠক করবেন পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান। চীনের আমন্ত্রণে ইমরান তার পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশিসহ উচ্চপর্যায়ের প্রতিনিধিদল নিয়ে এ সফর করবেন।
চীন সফরে প্রধানমন্ত্রী ইমরান দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়ন, বিভিন্ন বিষয়ে চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর করবেন। অর্থনৈতিক সংকট থেকে দেশকে টেনে তুলতে মরিয়া হয়ে উঠেছেন ইমরান খান।
এর আগে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ‘ভবিষ্যৎ বিনিয়োগ উদ্যোগ’ শীর্ষক সম্মেলন শেষ করে দেশে ফিরেছেন ইমরান খান। সৌদি সফরে গিয়ে ৩০০ কোটি ডলার ঋণ সুবিধা পেয়ে বেশ উচ্ছ্বসিত তিনি।
পাকিস্তানে অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠায় তেল আমদানি ও অন্যান্য বিষয়ে ৩০০ কোটি ডলার পর্যন্ত ইসলামাবাদকে এক বছরের বিলম্বিত পরিশোধ সুবিধা দিতে সম্মত হয়েছে সৌদি সরকার।