সৌদির উচিত রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করা: পুতিন

পপুলার২৪নিউজ ডেস্ক:

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, নিজেদের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি আরবের উচিত রাশিয়ার কাছ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করা।

শনিবার সৌদি তেল স্থাপনায় ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ড্রোন হামলার পর সোমবার রিয়াদকে তিনি এমন পরামর্শ দিলেন। রুশ সংবাদমাধ্যম স্পুটনিকের খবরে এমন তথ্য জানা গেছে।

সিরিয়ায় রাশিয়া-তুরস্ক-ইরান সম্মেলনের পর যৌথ সংবাদ সম্মেলনে পুতিন বলেন, নিজেদের দেশ সুরক্ষায় সৌদি আরবকে উপযুক্ত সহায়তা করতে আমরা প্রস্তুত। এক্ষেত্রে সৌদি আরবের রাজনৈতিক নেতারা একটি দূরদর্শী সিদ্ধান্ত নিলেই পারেন, যেটা ইরানি নেতারা আগে নিয়েছিলেন। সেটা হল-এস-৩০০ ক্রয় করা।

‘কিংবা তুর্কিশ প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এস-৪০০ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয়ের মাধ্যমে যেটা করছেন, সেটাও তারা করতে পারেন।’

পুতিন বলেন, এতে সৌদি আরবের যে কোনো স্থাপনাকে তারা সুরক্ষা দিতে পারবেন।

তিন দিন আগে সৌদি আরবের সবচেয়ে বড় তেল স্থাপনায় ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় দেশটির তেল উৎপাদন অর্ধেমে নেমে এসেছিল। যুক্তরাষ্ট্র এই হামলার জন্য ইরানকে দায়ী করছে।

পূর্ববর্তী নিবন্ধবন্ধুদের সঙ্গে মিলে রাতভর প্রেমিকাকে ধর্ষণ
পরবর্তী নিবন্ধঅধ্যাপকের বিরুদ্ধে সহকর্মীদের যৌন হয়রানির অভিযোগ