সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে অবতরণ করেছে যুক্তরাষ্ট্রের কৌশলগত সুপারসনিক বি-১বি ল্যানসার বোম্বার বিমান।
মার্কিন বিমান বাহিনীর কেন্দ্রীয় কমান্ড ও বিমান বাহিনীর গ্লোবার স্ট্রাইক কমান্ডের এক বিবৃতিতে এমন তথ্য জানা গেছে।-খবর স্পুটনিকের
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় গত ১১ অক্টোবর ঘোষণা দিয়েছে, সৌদিতে অতিরিক্ত তিন হাজার সেনা ও দুটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যাটারি মোতায়েন করবে ওয়াশিংটন।
এছাড়া মোতায়েনের তালিকায় একটি থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও রয়েছে।
গত ১৪ সেপ্টেম্বর সৌদির আরামকোর দুটি তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এমন সিদ্ধান্ত নিয়েছে।
সৌদিতে ওই হামলায় দেশটির তেল উৎপাদন অর্ধেকে নেমে গিয়েছিল। এছাড়া বিশ্ব বাজারে তেলের দাম বেড়ে আকাশছোঁয়া হয়ে গিয়েছিল।
ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ওই হামলার দায় স্বীকার করলেও সৌদি আরব ও যুক্তরাষ্ট্র তাদের আঞ্চলিক শত্রু ইরানের ঘাড়ে দায় চাপাচ্ছে।
ইরান বরাবরের মতোই হামলার কথা অস্বীকার করে আসছে।