সৌদিতে ভ্রমণ ভিসা আগামী সপ্তাহ থেকেই

পপুলার২৪নিউজ ডেস্ক

আগামী সপ্তাহ থেকেই ভ্রমণ ভিসা চালু করছে সৌদি আরব। তবে এ ভিসা সবার জন্য উন্মুক্ত থাকবে না। যুক্তরাষ্ট্র, জাপান, তাইওয়ান, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ব্রুনাই, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া ও চীনের শেনজেন এলাকার মানুষ এ ভিসা পাবে। রোববার সৌদি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে বলে খবর প্রকাশ করেছে ডেইলি সাবাহা।

সম্প্রতি তেলনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসতে সৌদি আরব নানা পদক্ষেপ নিচ্ছে। তারই অংশ হিসেবে ব্যবসায়ীদের সুযোগ করে দিতে এ পদক্ষেপ নেয়া হচ্ছে বলে মনে করছে বিশ্লেষকরা। ভ্রমণ ভিসার জন্য সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় ও ট্যুরিজম অথরিটি ইতিমধ্যে একটি বিধিমালা প্রণয়ন করেছে।

সৌদি আরবে ভ্রমণ ভিসা পেতে হলে নিজ দেশে সৌদি আরবের দূতাবাসে আবেদন করতে হবে। ৩০ বছরের কম বয়সী নারীদের পরিবারের সদস্য ছাড়া ভিসা দেয়া হবে না। এছাড়া ভ্রমণ ভিসাপ্রাপ্তরা মদিনা এবং মক্কায় প্রবেশ করতে পারবে না।

পূর্ববর্তী নিবন্ধনাটোরে ধর্ষণ মামলায় দু’জনের যাবজ্জীবন
পরবর্তী নিবন্ধসৌদিতে কর্মী যাওয়ার ব্যয় ১ লাখ ৬৫ হাজার: প্রবাসীকল্যাণমন্ত্রী