পপুলার২৪নিউজ ডেস্ক:
সৌদি আরবে পাঁচটি বাসের মধ্যকার সংঘর্ষে ৬ জন নিহত ও অন্তত ৮১ জন আহত হয়েছেন।
নিহতর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হতাহতদের পরিচয় এখনও জানা যায়নি।
তবে সৌদি গেজেট খবর দিয়েছে, নিহতদের মধ্যে মধ্যে বাংলাদেশি, ভারতীয় ও অন্য দেশের নাগরিক রয়েছেন।
কাসিমের সিভিল ডিফেন্সের উপমুখপাত্র কর্নেল আবদুলআজিজ আল-তামিমি জানিয়েছেন, শুক্রবার রাতে প্রাদেশিক রাজধানী বুরাইদা থেকে ২২৫ কিলোমিটার দূরে জাবাল তামিয়ার সাকইয়াত ব্রিজের কাছে মদিনা-কাশিম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
তিনি বলেন, ‘নিহতদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই এবং খুব দ্রুত শোক কাটিয়ে উঠুক এই প্রার্থনা করি।’
জানা যায়, ছোট একটি লরি ও পাঁচটি বাস এ দুর্ঘটনার কবলে পড়ে। লরিটি হাইওয়ের পাশে পার্ক করার চেষ্টা করছিল।
প্রচুর বাতাস ও বিরূপ আবহাওয়ার কারণে কিছু দেখতে না পেয়ে একটি বাস লরিকে ধাক্কা দেয়। এরপর আরও চারটি বাস এসে একের পর এক ধাক্কা খায়। ধারণা করা হচ্ছে, বাসগুলোতে ২০০ জন যাত্রী ছিলেন।
খবর পেয়ে মদিনাসহ অন্যান্য শহর থেকে ২৮টি দল এসে উদ্ধার তৎপরতা চালায় বলে জানিয়েছেন সৌদি রেড ক্রিসন্ট সোসাইটির পরিচালক মোহাম্মদ আল হাম্মাদ।