সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা হুথিদের

পপুলার২৪নিউজ ডেস্ক:

হুথি বিদ্রোহীরা সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা চালিয়েছে। তবে সৌদি আরব বলছে, সেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। সম্প্রতি আরেক দফা সৌদিতে হুথি বিদ্রোহীরা ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করেছিল।

ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করে হুথি বিদ্রোহীদের পক্ষে বিবৃতি দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টা আরেক বিবৃতি দিয়ে সৌদি জানায়, তারা সেই ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে।

শুক্রবার সৌদি আরবের রাষ্ট্র সম্প্রচারিত টেলিভিশনে জানানো হয়, দেশের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত নাজরান এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হানার আগেই সৌদি প্রতিরক্ষা বাহিনী তা প্রতিহত করেছে।

অন্যদিকে হুথি বিদ্রোহীরা টুইট বার্তার মাধ্যমে হামলার দায় স্বীকার করে জানিয়েছে, একটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র সফলভাবে হামলা চালিয়েছে। সৌদি আরবের একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে ওই হামলা চালানোর কথা উল্লেখ করা হয়। সূত্র : আলজাজিরা

পূর্ববর্তী নিবন্ধআইএসের ‘চিচিং ফাঁক’: হামাসের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা
পরবর্তী নিবন্ধশপিং মলে শহিদ পত্নীর রুদ্রমূর্তি, অবাক মধ্যমগ্রাম!