সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হচ্ছেন মহিলা আ. লীগের নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক

ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের জাতীয় সম্মেলন উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সকাল থেকেই জড়ো হচ্ছেন নেতাকর্মীরা।

শনিবার (২৬ নভেম্বর) সকালে সোহরাওয়ার্দী উদ্যানের দোয়েল চত্বর, রমনা কালী মন্দির গেইট ও টিএসসিতে গিয়ে এমন চিত্র দেখা যায়।

সম্মেলনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। দুপুর ৩টায় এ সম্মেলন শুরু হবে। তাই সম্মেলনে যোগ দিতে সকাল থেকেই সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সম্মেলনস্থসহ আশপাশে অবস্থান নিয়েছেন। খণ্ড খণ্ড মিছিলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে উদ্যোনে এসে জড়ো হচ্ছেন তারা।

সোহরাওয়ার্দী উদ্যানের সম্মেলনস্থলে প্রবেশের জন্য একাধিক গেট রাখা হয়েছে। প্রবেশ পথগুলোতে লাইনে দাঁড়িয়ে নেতাকর্মীদের প্রবেশ করতে দেখা যায়। নিরাপত্তার জন্য তল্লাশি করে প্রবেশ করাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

 

পূর্ববর্তী নিবন্ধবাঁচা-মরার লড়াইয়ে রাতে মাঠে নামছে মেসির আর্জেন্টিনা
পরবর্তী নিবন্ধকুমিল্লায় বিএনপির গণসমাবেশ শুরু