সোহরাওয়ার্দীতে ইসলামী আন্দোলনের সমাবেশ শুরু

পপুলার২৪নিউজ ডেস্ক :

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশ।

শুক্রবার জুমার নামাজ শেষে আনুষ্ঠানিকভাবে শুরু হয় জনসভার কাজ।

শুক্রবার ইসলামী আন্দোলনের মহাসমাবেশ ঘিরে আগে থেকেই উদ্যানে সমবেত হয় নেতাকর্মীরা। পরে উদ্যানে নামাজের অনুমতি না পেয়ে তারা উদ্যান ছেড়ে বেরিয়ে যান।

তবে স্বেচ্ছাসেবকরা উদ্যানের ভেতরেই নামাজ আদায় করতে পেরেছেন। দুপুর ১টার দিকে উদ্যানের ভেতরে থাকা স্বেচ্ছাসেবকদের নামাজে দাঁড়ানোর জন্য মাইকে ঘোষণা দেয়া হয়। মূল মঞ্চের সামনে নামাজ পড়তে আহ্বান জানানো হয়।

পরে নামাজ শেষে আবারও উদ্যানে এসে জড়ো হতে থাকে নেতাকর্মীরা। তবে তারা এখানে বিকাল ৫টা পর্যন্ত থাকতে পারবেন। সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে দায়িত্বরত শাহবাগ থানা পুলিশের এসআই অমল জানান, এখানে তাদের নামাজের অনুমতি নেই। তবে যারা এখানে স্বেচ্ছাসেবক আছেন তারা নামাজ পড়তে পারবেন। বাকিরা দুপুর ২টা থেকে এখানে এসে উপস্থিত হবেন। বিকাল ৫টা পর্যন্ত তারা এখানে থাকবেন।

পূর্ববর্তী নিবন্ধএ মাসের শেষ দিকেই নির্বাচনকালীন সরকার : কাদের
পরবর্তী নিবন্ধনির্বাচনের আগে গ্রেনেড মামলার রায় উদ্দেশ্যপ্রণোদিত: রিজভী