সোশাল মিডিয়ার ট্রল থেকে বাঁচতে দীপিকাকে ক্যাটের পরামর্শ

পপুলার২৪নিউজ ডেস্ক:
সম্প্রতি সোশাল মিডিয়ায় বেশ অস্বস্তিকর অবস্থায় পড়েছেন ভারতীয় তারকা দীপিকা পাড়ুকোন আর ফাতিমা সানা। তাদের পোশাক পছন্দের বিষয়টি নিয়ে ট্রল করা হচ্ছে ফেসবুকসহ অন্যান্য সোশাল প্লাটফর্মে।

দুই তারকাকে নিয়ে বেশ দৃষ্টিকটু ভাবেই ট্রল বানানো হচ্ছে। এখন এই সব ট্রল থেকে বাঁচার উপায় কী তাদের? পরামর্শ নিয়ে এগিয়ে আসলেন আরেক তারকা ক্যাটরিনা কায়েফ। তার কথা হলো, এই ট্রলগুলো কোনভাবেই ফিড দেখার দরকার নেই।
এক ফ্যাশন ম্যাগাজিনের জন্য ফটোশুট করেছেন দীপিকা। সেখানে তিনি যে পোশাক পরেছেন তা নাকি খুব বেশি ‘অভদ্র’ ও ‘কুরুচিপূর্ণ’। অন্যদিকে, রমজান মাসে ফাতিমা সানা শাইখ সুইম স্যুট পরার কারণে তীব্র সমালোচনার শিকার হচ্ছেন। সবাই তাদের নিয়ে ট্রল করছেন।

ফেসবুক আর ইন্সটাগ্রামে যোগ দিয়েছেন ক্যাট। বলেন, সোশাল মিডিয়া থেকে আমি ইতিবাচক জিনিসগুলোই গ্রহণ করি। নেতিবাচকগুলো এড়িয়ে চলতে হয়। এক সময় আপনি খুব প্রশংসা আর সাধুবাদ পাবেন। আরেক সময় খারাপ কিছু মিলবে।

ক্যাটের মতে, এখন দীপিকা আর ফাতিমার বাজে ট্রলগুলো এড়িয়ে যাওয়াই ভালো। এগুলো ফিড থেকে দেখারই দরকার নেই। দেখলেই মন খারাপ হয়ে যাবে। এমন কি ভক্তদের কাছ থেকেও যে সব সময় ভালো কিছু মিলবে এমন কোনো কথা নেই। সূত্র : এনডিটিভি

পূর্ববর্তী নিবন্ধচুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা ছাত্রী নিহত
পরবর্তী নিবন্ধগোপালগঞ্জে ট্রাকের চাপায় ব্যবসায়ী নিহত ১