পপুলার২৪নিউজ ডেস্ক:
সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে আফ্রিকান শান্তিরক্ষী মিশন সদর দফতর ও পিস হোটেলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
সোমবার মোগাদিসু আন্তর্জাতিক বিমান বন্দরের কাছে পরপর দুটি বিস্ফোরণ ঘটানো হয় বলে জানান সিসিটিভি নিউজ আফ্রিকার প্রতিনিধি আব্দুলাজিজ বিলো আলি।
তিনি জানান,প্রথমে শান্তিরক্ষী মিশন সদরের বাইরের একটি তল্লাশি চৌকিতে একটি গাড়িবোমার বিস্ফোরণ ঘটানো হয়। এর কিছুক্ষণ পরে ১০০ মিটারেরও কম দূরত্বে অবস্থিত পিস হোটেলের বাইরে বিস্ফোরণ ঘটে।
স্থানীয় পুলিশ কর্মকর্তা আবদিকাদির হুসেইন বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, আফ্রিকান শান্তিরক্ষী মিশন সদর দফতরের বাইরে একটি আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরিত হয়েছে।
তিনি জানান, সেখানে তল্লাশি চৌকিতে সোমালীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা অবস্থান করছিল। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি।