পপুলার২৪নিউজ ডেস্ক:
আজান নিয়ে মন্তব্য করে বেশ হৈ চৈ তুলেছেন ভারতীয় গায়ক সোনু নিগম। ১৭ এপ্রিল এ বিষয়ে তিনি পরপর কয়েকটি টুইট করেন। একটিতে জানান, প্রতিদিন ভোরে আজানের কর্কশ শব্দের কারণে ঘুম ভেঙে যায়। এ জন্য তিনি বিরক্ত হন। সোনুর এমন মন্তব্যের কারণে শুরু হয়েছে বিতর্ক। তার বিপক্ষে অবস্থান নিয়েছেন ভক্ত ও বলিউডের অনেক সেলিব্রিটি। এ নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশের নামি সুরকার ও সঙ্গীতায়োজক প্রিন্স মাহমুদ।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, বাচ্চারা তোমরা ইতিহাস জানো না। ১৪ বছর আগেই সনু নিলামের (নিগমের) ক্যারিয়ার সিলগালা করে দিয়েছিল মুসলমান রাহাত ফতেহ আলী খান, আতিফ আসলাম, তারপর আমাদের জেমস। সে বুঝে গিয়েছিল তার একঘেয়ে ছিঁচকাঁদুনে গলা আর কেউ শুনবে না। বুড়ো বয়সে পড়তি ক্যারিয়ারের ফ্রাস্ট্রেসনে, ভরপুর নেশাগ্রস্থ অবস্থায় শেষ রাতে ইচ্ছেমত লিখতে বসে যাওয়া ছাড়া তার আর কিবা করার আছে?
তিনি আরো লেখেন, আজানের সুরকে অবমাননা করে টুইট, আলোচনায় আসার উপলক্ষ মাত্র। আর মাঝে মধ্যে উপলক্ষ বদলালেও তার ভেতরের সাম্প্রদায়িকতার তোরণ সরে না। এরা কি আসলেই শিল্পী নাকি স্ট্যান্টম্যান! সাম্প্রদায়িকতার বিষবাষ্প এরাই ছড়ায়। প্রিন্স লেখেন, আমাদের বাড়ি শহরের সবচেয়ে বড় গির্জার পাশে। শুধু আজানের সুর নয় সন্ধ্যে-সকাল চার্চবেল আর আশেপাশের হিন্দু বাড়ি থেকে আসা উলুধ্বনি আমাদের কাছে শ্রেষ্ঠ সুর বলেই মনে হয়।