সোনালী ব্যাংক ও ওয়ান ব্যাংকের মধ্যে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস বিষয়ক চুক্তি

নিজস্ব ডেস্ক:

ওয়ান ব্যাংক লিমিটেড এর মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ‘OK Wallet’ এর সোনালী পেমেন্ট গেটওয়ে-তে অন্তর্ভুক্তি এবং সোনালী ব্যাংকের হিসাবধারীর একাউন্টের সাথে ‘OK Wallet’ এর ‘লিংক একাউন্ট সার্ভিস’ চালুর লক্ষ্যে সোনালী ব্যাংক লিমিটেড ও ওয়ান ব্যাংক লিমিটেড এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

২১ সেপ্টেম্বর, বুধবার রাজধানীর একটি হোটেলে সোনালী ব্যাংকের সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মোঃ আফজাল করিম এবং ওয়ান ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর জনাব মোঃ মনজুর মফিজ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নিরঞ্জন চন্দ্র দেবনাথ, সঞ্চিয়া বিনতে আলী, ব্যাংকের প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজার সুভাষ চন্দ্র দাস, ওয়ান ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক জন সরকার, অতিরিক্ত উপ-ব্যবস্থাপনা পরিচালক এ বি এম সাইফ সারোয়ার ও চীফ ফিনান্সিয়াল অফিসার পারূল দাসসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে এখন থেকে ‘OK Wallet’ এর গ্রাহকেরা সোনালী ব্যাংকে রক্ষিত তাঁদের ব্যাংক হিসাব থেকে ‘OK Wallet’ এর মাধ্যমে টাকা তুলতে পারবেন এবং জমাও করতে পারবেন। এছাড়া ‘OK Wallet’ এর ডিসট্রিবিউটরগণ সোনালী ব্যাংকের যেকোনো শাখায় টাকা জমা করতে পারবেন। বর্তমানে চার শতাধিক প্রতিষ্ঠানের বিবিধ ফি/চার্জ ‘সোনালী পেমেন্ট গেটওয়ে’ এর মাধ্যমে আদায় করা হচ্ছে। এখন থেকে ‘OK Wallet’ এর গ্রাহকেরাও ‘সোনালী পেমেন্ট গেটওয়ে’ এর মাধ্যমে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ফি, চার্জসমূহ পরিশোধ করতে পারবেন।

পূর্ববর্তী নিবন্ধপিকের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন শাকিরা
পরবর্তী নিবন্ধএসবিএসি ব্যাংক ও আইসিএবি এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর