সোনালী ব্যাংকে শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক:
প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা এবং দোয়া মাহফিলের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন করেছে সোনালী ব্যাংক পিএলসি।

৫ আগস্ট শনিবার সকালে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী এবং সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মোঃ আফজাল করিমের নেতৃত্বে ধানমন্ডির আবাহনী মাঠে স্থাপিত শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরবৃন্দ, জেনারেল ম্যানেজারবৃন্দ, অন্যান্য নির্বাহী ও ব্যাংকের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পরে বিকেলে ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা এবং দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় শেখ কামালের জীবন ও কর্মের উপর আলোচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মোঃ আফজাল করিম। এসময় ব্যাংকের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

পূর্ববর্তী নিবন্ধ১০ ক্রীড়া ব্যক্তিত্ব ও ২ প্রতিষ্ঠানকে শেখ কামাল ক্রীড়া পুরস্কার প্রদান
পরবর্তী নিবন্ধওয়ালটনের আয়োজনে দেশে প্রথম একক আন্তর্জাতিক শিল্পমেলা ‘এটিএস এক্সপো’ শুরু ১০ আগস্ট