সোনালী ব্যাংকে খেলাপি ঋণ আদায় ও ঋণ বিতরণ বিষয়ক মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক :
সোনালী ব্যাংক পিএলসির আয়োজনে খেলাপি ঋণ আদায়, নতুণ ঋণ বিতরণ ও বৈদেশিক রেমিট্যান্স আহরণ সংক্রান্ত বিশেষ কর্মসূচি উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ১০ ডিসেম্বর মঙ্গলবার প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের এমডি অ্যান্ড সিইও মোঃ শওকত আলী খান। ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর কাজী মোঃ ওয়াহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরবৃন্দ, সকল জেনারেল ম্যানেজারগণ, সকল প্রিন্সিপাল অফিস প্রধান ও শাখা প্রধানম অংশ নেন। সভায় এমডি অ্যান্ড সিইও খেলাপী ঋণ আদায় ও নতুন ঋণ বিতরণ বৃদ্ধিতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা প্রদান করেন।

পূর্ববর্তী নিবন্ধআ.লীগের আমলে বঞ্চিত ৭৫৪ জনকে পদায়নের সুপারিশ
পরবর্তী নিবন্ধসিনিয়র সচিব মোমেনের পদত্যাগ, হচ্ছেন দুদক চেয়ারম্যান