সোনালী ব্যাংকে অডিট ম্যানেজমেন্ট সফটওয়্যার ব্যবহার বিষয়ক কর্মশালা

নিউজ ডেস্ক

সোনালী ব্যাংক পিএলসি আয়োজিত বাণিজ্যিক অডিট নিষ্পত্তির বিশেষ উদ্যোগ (ক্রাশ প্রোগ্রাম) বাস্তবায়নে অডিট অধিদপ্তর প্রণীত অডিট ম্যানেজমেন্ট অ্যান্ড মনিটরিং সিস্টেম সফটওয়্যার ব্যবহার বিষয়ক এক অলনাইন প্রশিক্ষণ কর্মশালা ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে ১৩ সেপ্টেম্বর, বুধবার অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন ব্যাংকের সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আফজাল করিম। ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মীর মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের অতিরিক্ত উপ মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মো. সাইদুর রহমান সরকার, ব্যাংকের চিফ অডিট অফিসার ইমরান আহমেদ, বাণিজ্যিক অডিট অধিদপ্তরের উপপরিচালক মো. মহসীন মিয়া এবং ট্যাপওয়্যার সলিউশনস লিমিটেডের আইটি সাপোর্ট ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম। এছাড়া প্রধান কার্যালয়ের এক্সটারনাল অডিট এন্ড কমপ্লায়েন্স ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. বাবুল হাওলাদারসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কর্মশালায় প্রধান কার্যালয়ের সকল ডিভিশন, সকল জেনারেল ম্যানেজারস’ অফিস, স্থানীয় কার্যালয়, সকল প্রি্ন্সিপাল অফিস, সকল কর্পোরেট শাখা এবং সকল শাখার বাণিজ্যিক অডিট সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

পূর্ববর্তী নিবন্ধস্ত্রীর মৃত্যুর পরদিনই মারা গেলেন পরিচালক সোহানুর রহমান
পরবর্তী নিবন্ধযার জন্য নির্বাচন বাতিল হবে সে আর অংশ নিতে পারবেন না: সিইসি