সোনালী ব্যাংকের নতুন জেনারেল ম্যানেজার রেজাউল করিম

নিজস্ব ডেস্ক:

সোনালী ব্যাংক লিমিটেড-এর ডেপু্িট জেনারেল ম্যানেজার মোঃ রেজাউল করিম সম্প্রতি পদোন্নতি লাভ করে জেনারেল ম্যানেজার হিসেবে ব্যাংকের সর্ববৃহৎ শাখা স্থানীয় কার্যালয়ের প্রধান হিসেবে যোগদান করেছেন । পদোন্নতির পূর্বে তিনি একই শাখায় জেনারেল ম্যানেজার (ইনচার্জ) হিসেবে দ্বায়িত্ব পালন করছিলেন । তিনি ১৯৯১ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হতে অনার্স এবং ১৯৯২ সালে মাষ্টার্সে প্রথম শ্রেনীতে প্রথম হয়ে ১৯৯৪ সালে সোনালী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগদান করেন । সুদীর্ঘ চাকুরী জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ন শাখা যেমন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, প্রিন্সিপাল অফিস ঢাকা (সেন্ট্রাল), খুলনা জিএম অফিস প্রধান হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন । রেজাউল করিম বিভিন্ন সময় দেশও বিদেশে ব্যাংকিং বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালায় অংশগ্রহণ করেন । তিনি বিভিন্ন সময়ে সোনালী ব্যাংকের শ্রেষ্ঠ শাখা প্রধান হিসেবে স্বীকৃতি লাভ করেছেন । মোঃ রেজাউল করিম ১৯৬৭ সালে কুমিল্লা জেলার হোমনা উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন । ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যা ও এক পুত্র সন্তানের জনক ।

পূর্ববর্তী নিবন্ধদিনাজপুরে সেরা ঋণ গ্রহীতাদের সম্মাননা দিয়েছে জনতা ব্যাংক
পরবর্তী নিবন্ধকরোনায় আজও ৯ জনের মৃত্যু, কমেছে শনাক্ত