সোনালী ইনভেস্টমেন্টের ১৩তম এজিএম অনুষ্ঠিত

নিউজ ডেস্ক:

সোনালী ব্যাংক পিএলসির সাবসিডিয়ারি প্রতিষ্ঠান সোনালী ইনভেস্টমেন্ট লিমিটেডের ১৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। ১৫ জুন, বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সোনালী ইনভেস্টমেন্ট লিমিটেড এবং সোনালী ব্যাংক পিএলসি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সোনালী ব্যাংক পিএলসির সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর
মো. আফজাল করিম, সোনালী ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালক ও ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সঞ্চিয়া বিনতে আলী, সুভাষ চন্দ্র দাস, জেনারেল ম্যানেজার মো. ইকবাল হোসেন, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সহকারী সচিব শিহাব উদ্দিন আহমদ এবং সোনালী ইনভেস্টমেন্ট লিমিটেডের সিইও মো. শওকত জাহান খান। এছাড়া ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মীর মোফাজ্জাল হোসেন এবং কাজী মো. ওয়াহিদুল ইসলাম অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সোনালী ইনভেস্টমেন্ট লিমিটেডের ১৩তম বার্ষিক সাধারণ সভায় ২০২২ সালের আর্থিক হিসাব বিবরণী ও শেয়ার হোল্ডারদের জন্য ১৩.০৮ কোটি টাকার ৬ শতাংশ লভ্যাংশ অনুমোদন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধঈদ উপলক্ষে ফ্রিজের বাজার চাঙ্গা একচেটিয়া দাপটে ওয়ালটন
পরবর্তী নিবন্ধমণিপুরে কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে আগুন ধরিয়ে দিলো জনতা