সৈয়দ আশরাফের জানাজায় মানুষের ঢল

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের জানাজায় সর্বস্তরের মানুষের ঢল নেমেছে।

রোববার সকাল সাড়ে ১০টার পর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত জানাজায় আওয়ামী লীগের নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

সকাল সাড়ে ৯টায় সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) হিমঘর থেকে লাশবাহী অ্যাম্বুলেন্স সংসদ ভবন চত্বরে আনা হয়।

তার আগেই জানাজায় অংশ নিতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এলাকায় জনস্রোত নামে।

জানাজাস্থলে আসেন মন্ত্রিপরিষদের সদস্য, আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রায় সব নেতা, ঢাকা মহানগরসহ আশপাশের বিভিন্ন এলাকার নেতাকর্মীসহ মরহুমের শুভানুধ্যায়ীরা।

জানাজা শেষে গার্ড অব অনার দেয়া হয় সৈয়দ আশরাফকে। এর পর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধী দল, মন্ত্রিপরিষদ সদস্যরা মরদেহে শ্রদ্ধা জানান।

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন ইন্তেকাল করেন সৈয়দ আশরাফ। তিনি ফুসফুস ক্যান্সারে ভুগছিলেন। শনিবার তার লাশ দেশে আনা হয়।

পূর্ববর্তী নিবন্ধসৈয়দ আশরাফের মরদেহে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
পরবর্তী নিবন্ধসালমানের সামনেই ক্যাটরিনাকে বিয়ের প্রস্তাব, অতপর…