সৈয়দ রেফাত আহমেদকে প্রধান বিচারপতি করার দাবি

নিজস্ব প্রতিবেদক

সদ্য নিয়োগপ্রাপ্ত ভারপ্রাপ্ত বিচারপতি আশফাকুল ইসলামকে প্রত্যাখ্যান করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তার পরিবর্তে সৈয়দ রেফাত আহমেদকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়ার দাবিও জানিয়েছে শিক্ষার্থীরা।

শনিবার (১০ আগস্ট) বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর পাঠানো এক বার্তায় এ কথা জানানো হয়।

বার্তায় বলা হয়, সদ্য নিয়োগপ্রাপ্ত ভারপ্রাপ্ত বিচারপতি আশফাকুল ইসলাম ফ্যাসিবাদের দোসর, তাকে ছাত্র-নাগরিক প্রত্যাখ্যান করছে। অনতিবিলম্বে সন্ধ্যা ৬টার মধ্যে সৈয়দ রিফাত আহমেদকে প্রধান বিচারপতি নিয়োগ করতে হবে।

আরও বলা হয়, ঢাকার সকল ছাত্র নাগরিককে হাইকোর্টের সামনে শিক্ষা চত্বরে মার্চ করার আহ্বান জানানো হচ্ছে।

উল্লেখ্য, শিক্ষার্থীদের দাবির মুখে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগের পর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হয়েছেন আশফাকুল ইসলাম। শনিবার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপদত্যাগ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান
পরবর্তী নিবন্ধঅর্থনীতির মন্থর গতি বাড়ানোর চেষ্টা করবো : ড. সালেহউদ্দিন