সোহরাওয়ার্দীর অভিমুখে জনতার ঢল

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

আজ সেই দিন। সেই মাহেন্দ্র ক্ষণ। যে দিন রেসকোর্স ময়দানে দাঁড়িয়ে ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু তার অমর কবিতাখানি পাঠ করেছিলেন। সাড়ে ৭ কোটি বাঙালিকে নির্দেশনা দিযেছিলেন এই বলে ‘‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম”।

বঙ্গবন্ধুর সেই ৭ মার্চের ভাষণ এখন অনন্য উচ্চতায়। এই ভাষণকে জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যের দলিল হিসেবে স্বীকৃতি দিয়েছে। সে কারণে এবারের ৭ মার্চ পালিত হচ্ছে ভিন্ন আঙ্গিকে, পাবে ভিন্নমাত্রা আজ সকাল সাড়ে ৯টা। বাংলা একাডেমির বিপরীত দিকে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশের জন্য কয়েকশ মানুষের দীর্ঘ লাইন। ওরা সবাই আজ ৭ মার্চ উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত মহাসমাবেশে যোগ দিতে সাত সকালে ছুটে এসেছেন।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দুপুরে বক্তব্য রাখবেন। সমাবেশে সভাপতিত্বও করবেন তিনি। মঞ্চের কাছাকাছি যেন জায়গা পাওয়া যায় সেজন্য রাজধানীসহ সারাদেশের বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সাত সকালে ছুটে আসছেন। উদ্যানের গেটে তখনও আর্চওয়ে বসানোর কাজ করছিল পুলিশ সদস্যরা।

মহাসমাবেশ উপলক্ষে মঙ্গলবার রাত থেকেই উদ্যানে প্রবেশ বন্ধ করে দেয়া হয়। সকালে যারা প্রাতঃভ্রমণে আসেন তারা ভেতরে প্রবেশ করতে না পেরে ফিরে যান। সরেজমিন পরিদর্শনকালে দেখা গেছে, শাহবাগ, নীলক্ষেত, দোয়েল চত্বরসহ বিভিন্ন পথে জনস্রোত নেমেছে সোহরাওয়ার্দী উদ্যানমুখে।

পূর্ববর্তী নিবন্ধমেসির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন দেশি দিবালা!
পরবর্তী নিবন্ধজরুরি অবস্থা সত্ত্বেও শ্রীলঙ্কায় মসজিদে হামলা, দোকানে অগ্নিসংযোগ