সোমবার মিয়ানমার দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ঘটনায় আগামী সোমবার ঢাকায় মিয়ানমার দূতাবাস ঘেরাও এবং জাতিসংঘ কার্যালয়ে স্মারকলিপি দেয়ার ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলামসহ বিভিন্ন ইসলামি দল।

শুক্রবার জুমার নামাজের পর অনুষ্ঠিত এক বিক্ষোভ মিছিল থেকে এ ঘোষণা দেয়া হয়।

এ সময় বিভিন্ন ইসলামি দলসহ মুসল্লিদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠে বায়তুল মোকাররমের উত্তর গেট।

হেফাজতে ইসলাম, সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ, ইসলামি ঐক্য আন্দোলন, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামি যুব আন্দোলনসহ অন্যান্য ইসলামি দল এ বিক্ষোভে অংশ নেয়।

বায়তুল মোকাররম সংযুক্ত রাস্তা ব্লক  করে আগুন জ্বালিয়ে মুসল্লিরা মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে থাকে। একপর্যায়ে তারা সমাবেশে মিলিত হন।

সমাবেশে হেফাজতে ইসলামের ঢাকা মহানগরীর যুগ্ম আহ্বায়ক মাওলানা আব্দুর রউফ ইউসুফি, ঢাকা মহানগর সভাপতি মাওলানা নূর হোসেন কাশেমী, যুগ্ম-সম্পাদক মাওলানা জুনায়েদ আল হাবিব, মহানগর যুগ্ম-সম্পাদক আহমেদ আল কাদের বক্তব্য দেন।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াগড় বিস্ফোরণের প্রধান অভিযুক্ত বোরহান গ্রেফতার
পরবর্তী নিবন্ধনির্যাতন সইতে না পেরে ছেলেকে পুলিশে দিলেন বাবা