সেসব এখন শুধুই স্মৃতি : শাকিব খান

বিনোদন প্রতিবেদক : ঈদ উৎসবে মানুষের বিনোদনের অন্যতম মাধ্যম নতুন সিনেমা। আর ঈদে শাকিব খানের ছবি মানেই বাড়তি চমক। যার ধারাবাহিকতায় এবার ঈদেও মুক্তি পাচ্ছে শীর্ষ থাকা এই নায়কের ছবি। আজ মুক্তি পাচ্ছে শাকিব অভিনীত দুটি ছবি ‘পাসওয়ার্ড’ ও ‘নোলক’। এর মধ্যে ‘পাসওয়ার্ড’ ছবিতে অভিনয়ের পাশাপাশি এর প্রযোজকও শাকিব নিজেই। এসকে ফিল্মসের ব্যানারে নির্মিত এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলী। অন্যদিকে ‘নোলক’ ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন ববি। এর পরিচালক ও প্রযোজক হিসেবে আছেন সাকিব সনেট।

ছবি দুটি প্রসঙ্গে শাকিব খানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘দুটো ছবির গল্প, দুই ধরনের। দুটো গল্পই গতানুগতিক গল্পগুলো থেকে আলাদা। ছবিগুলো নিয়ে আমি চাই দর্শক বলুক, তাদের মতামত। তবে আমি এইটুকু বলতে পারি, ছবিগুলো দেখে কেউ হতাশ হবেন না। “ছবিটা ভালো লাগেনি” এমনটাও বলার সুযোগ পাবেন না।’

আপনি নাকি চাননি ‘নোলক’ এই ঈদে মুক্তি পাক? উত্তরে শাকিব খান বলেন, ‘দেখুন, আমি জানি আমার অভিনীত কোন ছবিটি কেমন। অনেকে ‘পাসওয়ার্ড’ ও ‘নোলক’ এই দুটি ছবির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা তৈরি করেছে। তাছাড়া ‘নোলক’ কিন্তু ঈদের জন্য বানানো হয়নি। তবে ‘পাসওয়ার্ড’ ঈদের জন্যই বানানো। তাই শুরুতে চেয়েছিলাম, “নোলক” পরে মুক্তি দেওয়া হউক।

‘পাসওয়ার্ড’ ছবি নাকি সর্বোচ্চ সিনেমা হল পেয়েছে? ‘হ্যাঁ। ঈদে “পাসওয়ার্ড” ১৭৭টি সিনেমা হলে আর “নোলক’ ৭০টি হলে মুক্তি পাচ্ছে’ বললেন শাকিব।

আজ কোন কোন সিনেমাহলে যাবেন-জানতে চাইলে তিনি বলেন, ‘সিনেমাহলে যাওয়ার উদ্দেশ্যে কিছুক্ষণ পরই বাসা থেকে বের হচ্ছি। আজ সারাদিন আমরা পুরো টিম বিভিন্ন প্রেক্ষাগৃহে যাব। শুরুটা করবো মধুমিতা সিনেমা হল দিয়ে। আজকের দিনটি ভক্ত-দর্শকদের সঙ্গে কাটাতে চাই। ঢাকার বাইরে যাওয়ার পরিকল্পনাও আছে।’

আপনি বেশ কিছু সাক্ষাৎকারে বলেছেন, ঈদের দিনটি হবে ‘পাসওয়ার্ড’ময়। তাহলে ‘নোলক’… উত্তরে শাকিব বলেন, ‘আমি শুরুতেই বলেছি, দুটি ছবি দুই ঘরনার। “পাসওয়ার্ড” আমার প্রযোজনার ছবি বলে বলছি না, ছবিটি এ পর্যন্ত যারা দেখেছেন তারাই প্রশংসা করেছেন। এটি আন্তর্জাতিকমানের একটি ছবি হয়েছে বলে তাদের দাবি। ছবির গানগুলো দর্শকদের ভালো লেগেছে, ইতিমধ্যে আপনারা তা দেখেছেন। তাছাড়া চার বছর পর নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ছবি মুক্তি পাচ্ছে, তার প্রতি তো অন্যরকম ভালো লাগা থাকবেই।’

ঈদে পরিবারকে সময় দেবেন না? উত্তরে শাকিব খান বলেন, ‘চলচ্চিত্র, এটাও তো আমার একটি পরিবার। দুই পরিবারের সঙ্গেই সময় কাটাবো।’

ব্যস্ততার কারণে ঈদের আনন্দগুলো কি হারিয়ে যাচ্ছে? ‘এটাই নিয়ম আর সে নিয়মেই জীবন চলছে। ছোটবেলায় ঈদের আসছে, এ কথা শুনলেই তো খুশিতে আত্মহারা হয়ে যেতাম। এরপর ঈদ নিয়ে কতশত গল্প, কতশত আয়োজন। নতুন নতুন জামা-কাপড়, সেলামি, বন্ধুদের সঙ্গে আড্ডা, ঘুরতে যাওয়া আরও কত কি। সেসব এখন শুধুই স্মৃতি। এখন ঈদের আনন্দটা অন্যরকম। যাই হোক, ব্যস্ততার মাঝেও যতটুকু সময় পাই, চেষ্টা করি সবার সঙ্গে যোগাযোগ করতে। কিছুটা সময় নিজের মতো করে কাটাতে।’

পূর্ববর্তী নিবন্ধঈদযাত্রায় এমন স্বস্তি কখনো দৃশ্যমান হয়নি : কাদের
পরবর্তী নিবন্ধভারতজুড়ে পালিত হচ্ছে খুশির ঈদ