সেলিমা-শিরিনসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

রাজধানীর মুগদা থানার বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

সোমবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা অভিযোগপত্র আমলে নিয়ে এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন। মামলার উল্লেখ্যযোগ্য অভিযুক্তরা হলেন, বিএনপি নেতা মারুফ কামাল খান সোহেল, শিরিন সুলতানা, কাইয়ুম কমিশনার, লতিফ কমিশনার প্রমুখ

উল্লেখ্য, ২০১৫ সালের মার্চ মাসে বিএনপির হরতাল অবরোধ চলাকালে রাজধানীর মুগদা থানা এলাকায় নাশকতার অভিযোগে এই মামলাটি দায়ের করা হয়।

পূর্ববর্তী নিবন্ধআল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পর্ষদীয় নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধগাজীপুর নির্বাচন নিয়ে কোনো অজুহাত শুনতে চান না প্রধানমন্ত্রী