সেমিফাইনালে কার্লোজ আলকারাজের সামনে জকোভিচ

স্পোর্টস ডেস্ক : এক সময় টেনিস র‍্যাঙ্কিংয়ের এক নম্বর জায়গাটি নিজের নামে পাকাপোক্ত রেখেছিলেন সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ। যা এখন অতীত। এক নম্বর জায়গার দখল এখন স্প্যানিশ তারকা কার্লোজ আলকারাজের। এবার ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে মুখোমুখি হবেন টেনিসের বর্তমান দুই তারকা।

আগামী ৯ জুন ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবেন আলকারাজ ও জকোভিচ। ম্যাচটি কোর্টে গড়াবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে।

ফাইনালের আগে দুই তারকার মুখোমুখি লড়াই। এ যেন ফ্রেঞ্চ ওপেনের ফাইনালের আগে কার্যত ফাইনালই। জকোভিচ ও আলকারাজের মধ্যে যিনি জিতবেন তিনিই ফরাসি ওপেন জেতার সব থেকে বড় দাবিদার।

কোয়ার্টার ফাইনালে কারেন খচানোবকে হারিয়ে ১২তম বারের মত ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনাল নিশ্চিত করেছেন জকোভিচ। গতকাল মঙ্গলবার (৬ জুন) সাড়ে তিন ঘণ্টার লড়াইয়ে খচানোবকে ৪-৬, ৭-৬, ৬-২, ৬-৪ সেটে হারিয়েছেন জকোভিচ।

যদিও প্রথম সেট জিতে জকোভিচকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন খচানোব। তবে, এর পরের তিন সেটে নিজের আধিপত্য বজায় রেখে জয় তুলে নেন জকোভিচ। এর আগে চতুর্থ রাউন্ডে হুয়ান পাবলো ভারিয়াস ৬-৩, ৬-২, ৬-২ সেটে হারিয়ে কোয়ার্টার নিশ্চিত করেছিলেন তিনি।

অন্যদিকে আজ বুধবার (৭ জুন) কার্লোস আলকারাজ কোয়ার্টার ফাইনালে পুরুষদের পঞ্চম বাছাই গ্রিসের স্টেফানোকে হারিয়েছেন। স্টেট সেটে প্রতিপক্ষকে উড়িয়ে দিলেন পুরুষদের শীর্ষ বাছাই টেনিস তারকা। স্টেফানোকে ৬-২, ৬-১, ৭-৬ (৭-৫) হারান আলকারাজ। এবার সেমিফাইনালে তাঁর সামনে অপেক্ষা করছেন ২২টি গ্র্যান্ড স্ল্যামজয়ী সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ।

 

পূর্ববর্তী নিবন্ধসংলাপের কোনো বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
পরবর্তী নিবন্ধবেনজেমাকে পেয়ে আল-ইত্তিহাদের আনন্দের শেষ নেই