নিউজ ডেস্ক
বাংলাদেশের মানুষের জন্য নয় বরং ‘সেভেন সিস্টার্স রক্ষ করতে’ ভারত একাত্তরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।
তিনি বলেন, একাত্তরের আগে সংস্কৃতি, মতপার্থক্যসহ বিভিন্ন ধরনের পরিবেশ পরিস্থিতির কারণে ‘সেভেন সিস্টার্সে প্রায় বিদ্রোহ’ লেগে থাকত।
শনিবার বিকেলে চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠে এক গোলটেবিল আলোচনায় আওয়ামী লীগ সরকার পতনের সফল আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক এই মন্তব্য করেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ, চট্টগ্রাম নগর শাখা আয়োজিত গোলটেবিল আলোচনার বিষয় ছিল ‘ভারতের রাজনৈতিক ও সাংস্কৃতিক আধিপত্য প্রতিরোধ, চট্টগ্রামের আঞ্চলিক সমস্যার সমাধান এবং বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা’।
সেখানে সারজিস আলম বলেন, “তরুণ প্রজন্মকে বুঝাতে হবে, যে শুধুমাত্র বাংলাদেশের মানুষের জন্য নয় বরং নিজের সেভেন সিস্টার্সকে সেইভ করার জন্য কীভাবে ভারত এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে।
“যখন ওই সেভেন সিস্টার্স সংলগ্ন পাকিস্তানের একটি বড় অংশ ছিল, তখন ভারত এই ভয় পেত যে, কখন আমি না দ্বিখণ্ডিত হয়ে যাই।”
বাংলাদেশের তিন পাশে যেমন ভারত, তেমনি সে দেশটির একপাশে মিয়ানমার, উপরে নেপাল-ভুটান, পাশে চীন থাকার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, “ভারতের মনে তখন এই ভয়টা এবং এই স্বার্থটা সবচেয়ে বেশি ছিল যে, এখন যদি এই সুযোগে আমি পাকিস্তানকে দ্বিখণ্ডিত না করতে পারি তাহলে কখন না আমি দ্বিখণ্ডিত হয়ে যাই।”
ভারত নিজের সার্বভৌমত্ব রক্ষার জন্য মুক্তিযুদ্ধে যোগ দেওয়ার পর বাংলাদেশের সার্বভৌমত্ব সবচেয়ে বড় ‘হুমকির’ মুখে পড়ে দাবি করে তিনি বলেন, সেই ‘হুমকি’ একাত্তর থেকে শুরু করে চব্বিশের আগেও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ছিল।
২০২৪ সালের ৫ অগাস্ট প্রবল আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যান। সে থেকে এখন পর্যন্ত তিনি সেখানেই আছেন।
দীর্ঘদিন আওয়ামী লীগকে ক্ষমতা থাকতে ভারত সহায়তা করেছে, এমন অভিযোগ রয়েছে বিরোধী শিবিরের। ক্ষমতার পালাবদলের পর এখন ভারত-বাংলাদেশ সম্পর্কের টানাপড়েন চলছে।
জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেন, তরুণ প্রজন্মকে বোঝাতে হবে, আন্তর্জাতিক ও দক্ষিণ এশিয়া কেন্দ্রিক রাজনীতিতে স্বার্থ না থাকলে ভারত একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করত না।
ভারত কীভাবে বাংলাদেশে আধিপত্য তৈরি করেছে তা এই প্রজন্মকে বোঝানোর কথা তুলে ধরে সারজিস বলেন, “শুধু রাজনৈতিক ও সাংস্কৃতিক জায়গাগুলোতে নয়, প্রতিটা সিস্টেমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভারতের আধিপত্যবাদ প্রতিষ্ঠিত হয়েছে।”
গোলটেবিল আলোচনার প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, “অনেকে নির্বাচনকে বারবার হাইলাইট করছে। এত অস্থির হওয়ারতো কিছু নেই। নির্বাচনতো দেবেই। দিতেই হবে। কিন্তু এখন দেশটা কোন পর্যায়ে চলছে। দেশতো অস্থিতিশীল সর্বক্ষেত্রে।
“ফলে আমরা সবাই একত্রিত হই। জাতীয় ঐক্যের মাধ্যমে ভারতসহ বিভিন্ন ষড়যন্ত্র মোকাবিলা এবং দেশ অশান্ত করার প্রতিবাদ করি।”
আওয়ামী লীগের আমলে প্রায় সব নির্বাচনে অংশগ্রহণ করা দলটির নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, “৫৩ বছর যারা শাসক ছিল সবাই ভারতের গোলামী করেছে। আসলে যারাই শাসক ছিল এবং যারা ক্ষমতায় যাওয়ার চিন্তা করছে তারাও ইতোমধ্যে ভারতের দালালি শুরু করেছে।”
ইসলামী আন্দোলনের চট্টগ্রাম নগর শাখার সভাপতি মুহাম্মাদ জান্নাতুল ইসলামের সভাপতিত্বে ও দলের জ্যেষ্ঠ যুগ্ম–মহাসচিব গাজী আতাউর রহমানের সঞ্চালনায় গোলটেবিল বৈঠক হয়।
সেখানে বক্তব্য রাখেন, চট্টগ্রাম নগর জামায়াতে ইসলামীর আমির শাহজাহান চৌধুরী, ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী, হেফাজতে ইসলাম বাংলাদেশ চট্টগ্রাম নগরের সভাপতি তাজুল ইসলাম, নাগরিক কমিটির কেন্দ্রীয় নেতা আশরাফ উদ্দিন, বিএনপির চট্টগ্রাম নগর কমিটির স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সম্পাদক এস এম সরোয়ার আলম, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. নাজিম উদ্দিন চৌধুরী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রাসেল আহমেদ ও সহ–সমন্বয়ক খান তালাত মাহমুদ, খেলাফত মজলিস চট্টগ্রাম নগরের সভাপতি খুরশিদ আলম, জমিয়তে উলামায়ে ইসলাম চট্টগ্রাম নগরের সভাপতি মাওলানা জাকারিয়া।