পপুলার২৪নিউজ ডেস্ক: আগামী সেপ্টেম্বরে সরকারি সফরে ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। সেপ্টেম্বরের শুরুতে বাংলাদেশ-ভারত যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) বৈঠকে অংশ নিতে ঢাকা আসবেন তিনি।
গত ৭ আগস্ট পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে তার দফতরে বৈঠককালে সুষমার সফরের এ কথা জানান ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।
এটা হবে বাংলাদেশে সুষমা স্বরাজের দ্বিতীয় সফর। এরআগে ২০১৪ সালের ২৫-২৭ তিনদিনের সফরে ঢাকায় আসেন তিনি।
কূটনৈতিক সূত্র জানিয়েছে, এবারের জেসিসি বৈঠকে গত এপ্রিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে হওয়া সিদ্ধান্তগুলোর অগ্রগতি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হবে। এরআগে সর্বশেষ ২০১৪ সালের ২০ সেপ্টেম্বর দিল্লিতে জেসিসির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হয়।
সুষমার গুরুত্বপূর্ণ এ সফরের বিষয়ে চূড়ান্ত করতে কাজ করছে দুই দেশ। বাংলাদেশ সফর শেষে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে জাতিসংঘ অধিবেশনে যোগ দেবেন তিনি।