রঙ্গুনের বেশ কয়েকটি দৃশ্য নিয়ে আপত্তি তুলেছে সেন্সর বোর্ড। ছবি থেকে ধূমপান ও নেশা সংক্রান্ত যেকটি দৃশ্য আছে, তা ছেঁটে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।
সেন্সর বোর্ডের চিফ পহেলাজ নিহলানি জানিয়েছেন, তাঁরা এই দৃশ্যগুলিকে সমর্থন করেন না। বিশাল ভরদ্বাজের ছবিতে এমন বেশ কয়েকটি সিন আছে। সেগুলো কেটে বাদ দেওয়ার কথা বলেন তিনি।
দ্বিতীয় বিশ্বের যুদ্ধের সময় ধূমপান করা ছিল ফ্যাশন। কিন্তু সেন্সর বোর্ডের মতে, ছবির পটভূমি যদিও চারের দশক, তাও ধূমপান কখনও সমর্থনযোগ্য নয়। ছবির চরিত্ররা ক্রমাগত ধূমপান করেছে। এক্ষেত্রে সাধারণত নিজে সতর্কীকরণ থাকে। কিন্তু এবার সেই দৃশ্যগুলো কেটে বাদ দেওয়ার কথা জানানো হয়েছে। পহেলাজ নিহলানি বলেছেন, ড্রাগে আসত্তি ও ধূমপান কখনই ছবিতে যেতে পারে না। অতীতে এসব ফ্যাশনেবল ছিল। কিন্তু এখন নেই। এখন ধূমপান ইভটিজ়িং ও স্টকিংয়ের মতোই সমর্থনের অযোগ্য।
২৪ ফেব্রুয়ারি রিলিজ় করার কথা আছে রঙ্গুনের। ছবিতে অভিনয় করেছেন কঙ্গনা রানাওয়াত, শাহিদ কাপুর ও সইফ আলি খান। ছবিটি পরিচালনা করেছেন বিশাল ভরদ্বাজ।