সেন্ট লুসিয়া টেস্টের ফাঁকে চালানো হলো পদ্মা সেতুর উদ্বোধনী ভিডিও

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ইনিংসের ৬৯তম ওভারের ঘটনা। বাংলাদেশের পেসার ইবাদত হোসেনের লেন্থ বল ড্রাইভ করার চেষ্টা করলেন কাইল মায়ার্স। ধারাভাষ্যে তখন ছিলেন অতি পরিচিত মুখ আতাহার আলী খান।

বল শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আতাহার আলী বলে উঠলেন, ‘বাংলাদেশে আজ উৎসব চলছে। বাংলাদেশ নিজেদের ইতিহাসে অনন্য এক ল্যান্ডমার্ক অর্জন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন পূরণ হয়েছে। পদ্মা সেতু আজ সকালে বাংলাদেশে উদ্বোধন হয়েছে। বাংলাদেশ সরকারের এটি একটি অনন্য স্থাপনা যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সফল হয়েছে। এই ব্রিজটি সম্পূর্ণ বাংলাদেশের অর্থায়নে করা হয়েছে। অত্যন্ত জাকজমকপূর্ণভাবে এই ব্রিজটির উদ্বোধন করা হয়েছে।’

সেন্ট লুসিয়া টেস্টের ফাঁকে চালানো হয় পদ্মা সেতুর উদ্বোধনী ভিডিও। গতকাল ৬.১৫ কিলোমিটার এই সেতুর উদ্বোধন হয়। ২৮ সেকেন্ডের ভিডিওতে বিশ্ব দরবারে এই সেতুর পটভূমি ও আগমণীবার্তা তুলে ধরা হয়।

পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের টেস্ট সিরিজের নামকরণও করা হয়েছে পদ্মা সেতুর নামে। সিরিজের আনুষ্ঠানিক নাম ‘পদ্মা ব্রিজ ড্রিম ফুলফিলড ফ্রেন্ডশিপ টেস্ট সিরিজ প্রেজেন্টেড বাই ওয়ালটন।’

এই সিরিজের স্বত্বাধিকারী বাংলাদেশের টোটাল স্পোর্টস মার্কেটিংয়ের প্রধান মইনুল হোসেন বলেছেন, ‘পদ্মা ব্রিজের উদ্বোধনী মুহুর্ত ও সকল আয়োজন বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের টেস্ট চলাকালে দেখানো হয়েছে। সারাবিশ্বে এই খেলা দেখানো হচ্ছে। এর মাধ্যমে সারাবিশ্বে পদ্মা সেতুর বার্তা পৌঁছে গেছে। এছাড়া ধারাভাষ্যকারেরা ম্যাচ চলাকালীন বিভিন্ন সময়ে পদ্মা ব্রিজের কথা তুলে ধরেছেন। টিএসএম বিশ্বাস করে, এই অর্জন জাতিগতভাবে প্রত্যেককে গর্বে ভাসিয়েছে এবং এই সিরিজ টিএসএমের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য শুভেচ্ছা উপহার।’

পূর্ববর্তী নিবন্ধবানভাসিদের পাশে দাঁড়িয়েছেন শোবিজ তারকারা
পরবর্তী নিবন্ধকুমিল্লা সিটি নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছে অস্ট্রেলিয়া : সিইসি