সেতুমন্ত্রীর বাড়িতে মধ্যরাতে আঙ্গুর পাঠানো সেই যুবক আটক

পপুলার২৪নিউজ, জেলা প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের গ্রামের বাড়িতে মধ্যরাতে আঙ্গুর পাঠানো সেই যুবককে ৭ দিন পর মঙ্গলবার ভোরে বসুরহাট জিরো পয়েন্ট থেকে আটক করেছে পুলিশ।

আটক যুবক ওমর ফারুক (৪০) রামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ওয়াছেক হাজি বাড়ির মৃত মাস্টার আজিজল হকের ছেলে।

পুলিশ ফারুককে আটক করার পর কেন মন্ত্রীর বাড়িতে আঙ্গুর পাঠিয়েছে সে বিষয়ে থানায় ব্যাপক জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে তেমন কোনো তথ্য বের করতে পারেনি।

কোম্পানীগঞ্জ থানার ওসি সৈয়দ মোঃ ফজলে রাব্বী যুগান্তরকে বলেন, ফারুককে আটক করার পর বিষয়টি মন্ত্রী ওবায়দুল কাদেরকে অবগত করা হয়।

মন্ত্রী ওবায়দুল কাদের পুলিশকে বিষয়টি দেখার জন্য বলেন। জব্দ করা আঙ্গুর রাসায়নিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরীক্ষার রিপোর্ট এখনও পুলিশের হাতে আসেনি। এবিষয়ে থানায় একটি জিডি করা হয়েছে।

প্রসঙ্গত, গত ১০ জানুয়ারি রাত ৪টার সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের গ্রামের বাড়ি থেকে ১ কেজি আঙ্গুরসহ সিএনজিচালিক অটোরিকশা চালক মোঃ দেলওয়ার হোসেনকে গার্ড পুলিশ আটক করেছিল।

আটক মোঃ দেলওয়ার হোসেন দাগনভুঁইয়ার দক্ষিণ করিমপুর গ্রামের আবদুল ওহাবের ছেলে।

পূর্ববর্তী নিবন্ধক্ষুদ্র শিল্প বিকাশে দেড় হাজার কো‌টি টাকা ঋণ
পরবর্তী নিবন্ধমার্চে চট্টগ্রামে বিদ্যুৎ নিয়ে দুদকের গণশুনানি