সেকেন্ড টাইম’ ভর্তি পরীক্ষা নিয়ে শঙ্কায় শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ভর্তি পরীক্ষায় সেকেন্ড টাইম চালু নিয়ে শঙ্কায় রয়েছেন ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

সেকেন্ড টাইমার হিসেবে ভর্তি পরীক্ষা দিতে পারবেন কিনা এখনো বিস্তারিত জানেন না ভর্তিচ্ছুরা। এদিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সুপারিশ নীতিমালা হাতে না পাওয়া পর্যন্ত কিছুই বলতে পারছেন না বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা বলছেন, প্রতিটি বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের ধরণ ভিন্ন রকম হয়। তাই আমাদের প্রস্তুতিটাও ভিন্নভাবে নিতে হয়। যদি সেকেন্ড টাইম পরীক্ষা থাকে তাহলে আমরা আগে থেকেই সঠিকভাবে প্রস্তুতি নিতে পারবো। আর না হয় আমরা অংশ নিয়েও ভালো কিছু করতে পারবো না।

এ বিষয়ে দ্বিতীয়বার ভর্তিচ্ছু শিক্ষার্থী সাদিয়া বিনতে রাহী বলেন, আমরা করোনার কারণে পড়াশোনায় মনোযোগ দিতে পারিনি। আমাদের বড় ভাইয়ারাও সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিতে পেরেছে তাহলে আমরা কেন পারবো না? আমাদের উচ্চ শিক্ষা নেওয়ার সুযোগ আছে। বঙ্গবন্ধুর বাংলাদেশে বৈষম্য বলতে কিছু নেই। তাই প্রশাসনের কাছে অনুরোধ সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা সিদ্ধান্ত নিয়ে তা যেন দ্রুত অনলাইনে প্রকাশ করে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) আহ্বানে সাড়া দিয়ে আমরা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার বাঁধা তুলে নিয়েছিলাম। আমি দায়িত্ব নেওয়ার পর শিক্ষার্থীরা দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ পেয়েছে।

তিনি আরও বলেন, ইউজিসি প্রতি বছর একটা সুপারিশমালা দেয়। এবছরের সুপারিশমালা আমরা এখনো হাতে পাইনি। সুপারিশমালায় যদি দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার বিষয়ে কিছু বলা হয়ে থাকে তাহলে আমরা সেটি নিয়ে ভর্তি কমিটির সভায় আলোচনা করবো।

পূর্ববর্তী নিবন্ধডুসেনের সেঞ্চুরির পর নর্কিয়ে-মাগালায় দক্ষিণ আফ্রিকার জয়
পরবর্তী নিবন্ধরাজধানীতে হরকাতুল জিহাদের ছয় সদস্য গ্রেপ্তার