সেই পরিকল্পা নিয়ে ট্রাম্প-নেতানিয়াহু আলাপ করেননি

পপুলার২৪নিউজ ডেস্ক:
পবিত্র বায়তুল মোকাদ্দেসসহ পশ্চিম তীরকে বাদ দিয়ে গাজা ও মিশরের সিনাই উপত্যকাকে নিয়ে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পরিকল্পনার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট এবং ইসরাইলি প্রধানমন্ত্রীর মধ্যে আলোচনা হয়নি।

বৃহস্পতিবার ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।

এর আগে হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন নেতানিয়াহু।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, গাজা-সিনাই উপত্যকায় ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে মার্কিন এবং ইসরাইলি নেতাদের মধ্যে কোনো আলোচনা হয়নি।

এ পরিকল্পনা নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল বলে আগে যে খবর ছড়িয়ে পড়েছিল তার কোনো সত্যতা ছিল না বলেও জানান নেতানিয়াহু।

২০১৪ সালে মিশরের স্বৈরশাসক আবদেল ফাত্তাহ আল-সিসি গাজা এবং সিনাইকে নিয়ে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব করেন বলে কথা ওঠে।

এ প্রস্তাবে ফিলিস্তিনি শরণার্থীদের সিনাইতে স্থানান্তর করে উপত্যকাটিকে গাজার সঙ্গে সংযুক্ত করার কথা বলা হয়েছিল।

ওই বছর সংবাদ মাধ্যমে এ প্রস্তাবের কথা প্রকাশিত হওয়ার পরপরই একে প্রত্যাখ্যানের ঘোষণা দেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট। আন্তর্জাতিক সম্প্রদায়ও এ প্রস্তাবকে বাতিল করে দেন।

এছাড়া মিশরের কর্মকর্তারা এ ধরনের কোনো পরিকল্পনার প্রস্তাব তৈরির কথাও অস্বীকার করেন।

মঙ্গলবার ইসরাইলি মন্ত্রী আইয়ুব কারা বলেছিলেন, ফিলিস্তিনিদের মিশরের সিনাই উপত্যাকায় স্থানান্তরের পরিকল্পনার বিষয়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহু সম্মত হয়েছেন।

তিনি বলেন, হোয়াইট হাউজে ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যকার বৈঠকে এ পরিকল্পনার বিষয়ে আলোচনা হবে।

টুইটারে আইয়ুব কারা লেখেন, ট্রাম্প এবং নেতানিয়াহু মিশরের সিসির পরিকল্পনা গ্রহণ করবেন। এতে জুডিয়া এবং সামারিয়ার (পশ্চিম তীর) পরিবর্তে গাজা এবং সিনাইতে একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা হবে।

পূর্ববর্তী নিবন্ধমেলানিয়ার সুনামে গদগদ ট্রাম্প
পরবর্তী নিবন্ধকারিগরি বোর্ড-চালিত মেডিকেল টেকনোলজি কোর্স বন্ধের দাবি