সু-প্রভাত পরিবহনের ১৬৩ বাস চলাচলের অনুমতি চেয়ে বিআরটিএর চেয়ারম্যানকে দেয়া চিঠি ৩০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এ বিষয়ে দায়ের করা রিট নিষ্পত্তি করে মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আবু ইয়াহিয়া দুলাল। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল পূরবী রানী সাহা ও পূরবী রানী শর্মা।
এর আগে ১৯ মার্চ সকাল ৭টার দিকে রাজধানীর প্রগতি সরণিতে সু-প্রভাত পরিবহনের (ঢাকা-মেট্রো-ব-১১-৪১৩৫) বাস চাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরীর মারা যান। ঘটনার পর সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সু-প্রভাত ও জাবালে নূর চলাচল বন্ধের নির্দেশ দেন বিআরটিএ।
পরে গত ১ এপ্রিল সু-প্রভাত পরিবহনের (ম্যানেজিং ডিরেক্টর) পরিচালক মো. আশরাফ আলী ১৬৩ বাস চলাচলের অনুমতি চেয়ে বিআরটিএ কে চিঠি দেয়। চিঠির কোনো জবাব না পেয়ে ৮ এপ্রিল ২৪ ঘণ্টার মধ্যে বাসগুলোকে চলাচলের অনুমতি দিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। এরপরও অনুমতি না দেয়ায় ১৫ এপ্রিল হাইকোর্টে রিট করেন সু প্রভাতের এমডি আশরাফ আলী।
রিটের শুনানি নিয়ে চলাচলের অনুমতি চেয়ে চিঠি বিআরটিএ কে ৩০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেন হাইকোর্ট।